সিলেটে একদিনে করোনা শনাক্ত আরও ৩৪৯ জন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৯ জানুয়ারি ২০২২, ৩:৪০:২৪ অপরাহ্ন
সিলেট অফিস : সিলেটে গত ২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্ত হয়েছেন আরও ৩৪৯ জন। শনাক্তের হার ত্রিশ শতাংশ প্রায়। তবে এ সময়ে কেউ মারা যাননি।
স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় সূত্র জানিয়েছে, শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার (২৯ জানুয়ারি) সকাল ৮টা পর্যন্ত নমুনা পরীক্ষায় ৩৪৯ জনের শরীরে ধরা পড়েছে করোনাভাইরাস। ১১১৯টি নমুনা পরীক্ষার মধ্যে এই ৩৪৯ জন অর্থাৎ- ২৮.৫৯ % করোনা রোগী হিসেবে শনাক্ত হয়েছেন।
সর্বশেষ ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৫ জন করোনা রোগী ও সুস্থ হয়েছেন ৯২ জন।শনাক্তের শুরু থেকে এ পর্যন্ত সিলেট বিভাগে করোনা রোগীর সংখ্যা মোট ৬১ হাজার ৭৩৭ জন। আর মারা গেছেন ১১৯৬ জন এবং সুস্থ হয়ে ওঠেছেন ৫১ হাজার ১৩৩ জন।