পরিবেশমন্ত্রী আবার করোনা আক্রান্ত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৭ জানুয়ারি ২০২২, ৩:৩২:৪০ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক : পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন আবারো করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মন্ত্রীর কোভিড-১৯ এর উপসর্গ থাকায় বুধবার (২৬ জানুয়ারি) রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) নমুনা দেওয়া হয়।
বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) রিপোর্ট পজিটিভ বলে জানানো হয়। উপসর্গ নিয়ে নিজ সরকারি বাসায় আইসোলেশনে রয়েছেন মন্ত্রী। রোগমুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
এর আগে পরিবেশমন্ত্রী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২০২০ সালের ১২ আগস্ট থেকে ২০ আগস্ট পর্যন্ত সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
মৌলভীবাজার-১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য নির্বাচিত হন মো. শাহাব উদ্দিন। তিনি এ পর্যন্ত চারবার এমপি নির্বাচিত হয়েছেন। ২০১৯ সালের ৭ জানুয়ারি তিনি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী হিসেবে শপথ নেন।