সিলেটে গত একদিনে আক্রান্ত আরও ৭৬৯, মৃত্যু ১
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৭ জানুয়ারি ২০২২, ২:১৫:৪৫ অপরাহ্ন
সিলেট অফিস : স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় কার্যালয় জানায়, গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টার মধ্যে সিলেট বিভাগে ২০১৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে করোনা শনাক্ত হয় ৭৬৯ জনের। শনাক্তের হার ৩৮.১৩ ভাগ।
শনাক্তদের মধ্যে সিলেট জেলায় রয়েছেন ৪৯০ জন। এ ছাড়া সুনামগঞ্জের ৩৬ জন, মৌলভীবাজারের ১৪২ জন ও হবিগঞ্জের ৭১ জন রয়েছেন।
সবমিলিয়ে বিভাগে শনাক্ত করোনা রোগীর সংখ্যা এখন ৬০ হাজার ৭৪৬ জন।
গত চব্বিশ ঘন্টায় সিলেট জেলার এক ব্যক্তি মারা গেছেন। এর আগে গত পরশু মৃত্যুর ঘটনা ঘটেছিল। এ ব্যক্তিসহ বিভাগে করোনায় মৃতের সংখ্যা ১ হাজার ১৯৪ জন।
গত একদিনে ১১৫ জন করোনামুক্ত হয়েছেন। সবমিলিয়ে করোনামুক্ত মানুষের সংখ্যা ৫০ হাজার ৯৪৪ জন।




