ভিসি পদত্যাগ না করলে শিক্ষার্থীরা আমরণ অনশন করবে
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৯ জানুয়ারি ২০২২, ১২:২৭:৩৫ অপরাহ্ন
সংবাদদাতা : শাবি’র উপাচার্যের পদত্যাগের একদফা দাবিতে আন্দোলনে অনড় অবস্থানে রয়েছেন শিক্ষার্থীরা। সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মঙ্গলবার (১৮ জানুয়ারি) টানা পঞ্চমদিনের মতো আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।
রাত সাড়ে দশটার দিকে আন্দোলনের গতিপথ নিয়ে সাংবাদিকদের ব্রিফিং করেন শিক্ষার্থীরা। এসময় তারা উপাচার্যকে বুধবার (১৯ জানুয়ারি) দুপুর বারোটা পর্যন্ত পদত্যাগের সময় বেঁধে দেন। এসময়ের মধ্যে পদত্যাগের দাবি না মানলে আমরণ অনশনের ঘোষণা দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।
আন্দোলনকারীদের মধ্যে মুখপাত্র হিসেবে মোহাইমিনুল বাশার রাজ এই ঘোষণা দেন।
এর আগে পুলিশের করা মামলা প্রত্যাহারের জন্য রাত দশটা অবধি সময় বেঁধে দিয়েছিল আন্দোলনকারীরা। মামলা প্রত্যাহার না হওয়ায় নিজেদের মধ্যে আলোচনা শেষে নতুন এ কর্মসূচি ঘোষণা করলেন তারা। উপাচার্যের পদত্যাগের একদফা দাবি আন্দোলন এবার কঠোর রূপ নিলো।
মঙ্গলবার দিনভর উত্তপ্ত ছিল শাবি ক্যাম্পাস। সকাল থেকে ক্যাম্পাসের গোলচত্বরে অবস্থান নিয়ে দফায় দফায় বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের অপসারণ, প্রক্টর ও ছাত্রকল্যাণ উপদেষ্টার পদত্যাগের দাবিতে বিভিন্ন ধরনের স্লোগানে দিনভর মুখর ছিল ক্যাম্পাস।