সিলেটে গত একদিনে আক্রান্তের হার ১৭.৭৩
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৮ জানুয়ারি ২০২২, ৫:৪৭:১০ অপরাহ্ন
সিলেট অফিস : সিলেটে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত ১৭ শতাংশের উপর। শনাক্ত হয়েছেন ২০৯ জন।
স্বাস্থ্য অধিদফতর জানায়, মঙ্গলবার সকাল ৮টা থেকে পূর্ববর্তী ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের সবকটি ল্যাবে পরীক্ষা করা হয় ১ হাজার ১৭৯টি নমুনা। এর মধ্যে করোনা আক্রান্ত শনাক্ত হন ২০৯ জন। শনাক্তের হার দাঁড়ায় ১৭.৭৩। নতুন আক্রান্ত শনাক্তদের মধ্যে ১৪৭ জনই সিলেট জেলার। বাকিদের মধ্যে সুনামগঞ্জের ৭ জন, মৌলভীবাজারের ২৯ জন ও হবিগঞ্জের ২৬ জন রয়েছেন। আর এ নিয়ে সিলেট বিভাগে আক্রান্ত শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৫৬ হাজার ৬৪ জনে।
এদিকে, স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে গেল ২৪ ঘন্টায় সিলেট বিভাগে বাসা ও হাসপাতালে চিকিৎসা নিয়ে করোনা থেকে সুস্থ হয়েছেন ১০ জন। আর সবমিলিয়ে বিভাগে সুস্থতার সংখ্যা দাঁড়ালো ৫০ হাজার ১৮৫ জনে। এছাড়া মঙ্গলবার সকাল ৮টা থেকে পূর্ববর্তী ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনায় কেউ মারা যাননি। ফলে মৃতের সংখ্যা আগের মতো ১ হাজার ১৮৬ জনই আছে।