উত্তাল শাবি : বিক্ষোভ চলছে, আজ প্রেস ব্রিফিং করবে শিক্ষার্থীরা
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৮ জানুয়ারি ২০২২, ১:৩৩:৩৯ অপরাহ্ন
সিলেট অফিস : পঞ্চমদিন আজ, আন্দোলন চালিয়ে যাচ্ছেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, প্রক্টরিয়াল কমিটি ও ছাত্রকল্যাণ উপদেষ্টার পদত্যাগের দাবিতে আজ মঙ্গলবার সকাল থেকে ফের শুরু হয়েছে বিক্ষোভ।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদকে সরিয়ে শিক্ষার্থীবান্ধব উপাচার্য নিয়োগ দিতে আজ রাষ্ট্রপতি ও আচার্য বরাবরে চিঠি দেওয়া হবে। এ ছাড়া পরবর্তী কর্মসূচি বিষয়ে প্রেস ব্রিফিংও করা হবে আজ।




