শাবি-তে উপাচার্যের পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৮ জানুয়ারি ২০২২, ১২:৩৩:২৭ অপরাহ্ন
সিলেট অফিস : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্যের পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত রয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০টা থেকেই গোল চত্বরে জড়ো হয়েছেন শিক্ষার্থীরা।
‘এক দুই তিন চার ভিসি তুমি গদি ছাড়’, ‘শিমুল ফুল শিমুল ফুল, ভিসি তুমি করছো ভুল’-সহ বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
সাধারণ শিক্ষার্থীদের ক্ষোভ-বিক্ষোভে গতকালও উত্তাল ছিল দেশের অন্যতম শীর্ষস্থানীয় এ বিশ্ববিদ্যালয়টি। গতকাল সোমবার রাত ২টা পর্যন্ত ক্যাম্পাসে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।
উল্লেখ্য, শাবি প্রশাসন বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে হল ত্যাগের নির্দেশ দিলেও তা প্রত্যাখ্যান করেছেন শিক্ষার্থীরা। ক্ষুব্ধ শিক্ষার্থীরা গতকাল শাবির বিভিন্ন প্রশাসনিক ভবনে তালা লাগিয়ে দেন। তাদের দাবি, শাবির উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদকে সরে যেতে হবে। একই সঙ্গে প্রক্টরিয়াল বডি ও ছাত্রকল্যাণ উপদেষ্টাকেও পদত্যাগ করতে হবে। ক্যাম্পাসে তারা উপাচার্যকে অবাঞ্ছিতও ঘোষণা করেছেন।