দেশে গত একদিনে মৃত্যু ৮, শনাক্ত ৫ হাজারের বেশি
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৬ জানুয়ারি ২০২২, ১১:২৮:০৯ অপরাহ্ন
সিলেট অফিস : গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৫ হাজার ২২২ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে এ পর্যন্ত মোট ১৬ লাখ ১৭ হাজার ৭১১ জনের করোনা শনাক্ত হলো। একইসঙ্গে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে আরও ৮ জনের। এ নিয়ে করোনায় মোট মারা গেলেন ২৮ হাজার ১৪৪ জন।
নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে ১৭ দশমিক ৮২ শতাংশ।
আজ রোববার বিকালে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় র্যাপিড অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ২৯ হাজার ৩০৫টি নমুনা পরীক্ষা করে ৫ হাজার ২২২ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৭ দশমিক ৮২ শতাংশ।
এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৯৩ জন। এ নিয়ে এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৫২ হাজার ৮৯৩ জন।