শাবি-তে অসন্তোষ : অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার করতে ক্রাইসিস রেসপন্স টিম
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৬ জানুয়ারি ২০২২, ৬:০১:৪০ অপরাহ্ন
সিলেট অফিস : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা ড. এম এ ওয়াজেদ মিয়া আইআইসিটি ভবনে অবরুদ্ধ করে রেখেছেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদকে। তাকে উদ্ধার করতে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশের বিশেষ বাহিনী ‘ক্রাইসিস রেসপন্স টিম’ (সিআরটি)।
রোববার (১৬ জানুয়ারি) বেলা আড়াইটাই একাডেমিক কাউন্সিলের মিটিং শেষে রেজিস্ট্রার ভবন থেকে বের হলে উপাচার্যের পিছু নেয় আন্দোলনকারীরা।
এসময় দ্রুত উপাচার্য ওই জায়গা ত্যাগ করে এম এ ওয়াজেদ মিয়া ভবনে এসে আশ্রয় নেন। পরে আন্দোলনরত শিক্ষার্থীরা ভবনের ভেতরে জোর ডুকতে চাইলে বিশ্ববিদ্যালয়ের গার্ডরা তাদের বের করে দেন।
উপাচার্যের নিরাপত্তার জন্য এই ভবনের সবগুলো গেইটের তালা লাগিয়ে দেওয়া হয়েছে। তবে শিক্ষার্থীরা ভবনের বাইরে বের হওয়ার সব গেইটে তালা লাগিয়ে দিয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত শিক্ষার্থীরা গেইটের বাইরে অবস্থান করছেন।