ব্রিটিশ প্রধানমন্ত্রীর ক্ষমতা হুমকির মুখে
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৩ জানুয়ারি ২০২২, ৮:০৯:৩০ অপরাহ্ন
লন্ডন অফিস : বরিস জনসন ক্ষমতায় টিকে থাকা এখন হুমকিতে রয়েছে। তার কৃতিত্বের কারণে তার দলটি বিজয়ী হয়েছিল। সেই দলেরই একাংশ এখন মদের পার্টি কাণ্ডে অসন্তোষ।
উপপ্রধানমন্ত্রী ডমিনিক রাবসহ মন্ত্রীসভার সদস্যরা যদিও বরিস জনসনের পক্ষ নিয়েছেন। তবে কনজারভেটিভ দলের প্রধান নেতাদের অনেকেই জনসনের এমন কাজকে ছোট করে দেখতে নারাজ। তারা এখন সরাসরি বলছেন, প্রধানমন্ত্রীর উচিৎ পদত্যাগ করা। পদত্যাগ দাবি করাদের মধ্যে আছেন কনজারভেটিভ পার্টির স্কটিশ নেতা ডগলাস রোস, আইনপ্রণেতা উইলিয়াম রেগ, ক্যারোলিন নোকস ও রজার গ্যালেসহ অনেকেই।
ডলার রোস একই সঙ্গে হাউস অব কমন্সের আইনপ্রণেতা এবং স্কটল্যান্ডের পার্লামেন্টের আইনপ্রণেতা। তিনি বলেন, হাউস অব কমন্সে ক্ষমা চাওয়ার পর জনসনের সঙ্গে কথা বলেছেন তিনি। এসময় দুজনের মধ্যে কঠিন কথাবার্তা হয়েছে। এখন ১৯২২ কমিটির কাছে জনসনের বিরুদ্ধে অভিযোগ লিখতে চান রোস। তার বক্তব্য হচ্ছে, তিনি আর জনসনের নেতৃত্বের উপরে ভরসা করতে পারছেন না। বরিস জনসন একজন প্রধানমন্ত্রী। এটা তার সরকার, যারা কিনা আইন বাস্তবায়নে কাজ করছে। কিন্তু যে ধরনের কাজ করেছেন, সে জন্য তাকে জবাবদিহির আওতায় আনতে হবে। ১৯২২ কমিটি মূলত কনজারভেটিভ পার্টির নেতৃত্ব নির্বাচনে কাজ করে থাকে। এর আনুষ্ঠানিক নাম কনজারভেটিভ প্রাইভেট মেম্বারস কমিটি। এই কমিটির কাছে যদি দলটির ৫৪ জন আইনপ্রণেতা চিঠি লেখেন, তবে বরিসের নেতৃত্ব চ্যালেঞ্জের মুখে পড়বে।
২০২০ সালের ২০ মে ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের বাগানে সরকারের শীর্ষ কর্মকর্তাদের নিয়ে মদের আসর বসে। এই আসরে বরিস জনসন ও তার স্ত্রী ক্যারি সিমন্ডস ছাড়াও শতাধিক অতিথি ছিলেন। ওই সময় যুক্তরাজ্যে স্কুল, রেস্টুরেন্ট, মদের দোকান বন্ধ থাকাসহ সমাজিক মেলামেশায় কঠোর নিষেধ ছিল।