‘প্রবাসীর কথা’ বইয়ের লেখক নূরুল ইসলাম ইন্তেকাল করেছেন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১২ জানুয়ারি ২০২২, ৫:২১:০৫ অপরাহ্ন
লন্ডন অফিস: মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ‘প্রবাসীর কথা’ বইয়ের লেখক নূরুল ইসলাম মঙ্গলবার ১১ জানুয়ারি সাতটায় লন্ডনের একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাই হি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। নূরুল ইসলাম সিলেট সদর থানার সদরখলা গ্রামে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।
যুক্তরাজ্য প্রবাসী তাঁর ছেলে মুরসালিন ইসলাম অনুপম নিউজ টোয়েন্টিফোরকে টেলিফোনে জানান, তার বাবা দীর্ঘদিন যাবত বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। গত ২৭ ডিসেম্বর অসুস্থতা বেড়ে যাওয়ায় তাকে হাসপাতালে নেওয়া হয়।
পরিবারের পক্ষ থেকে মুরসালিন ইসলাম তার বাবার রুহের মাগফেরাতের জন্য সকলের দোয়া কামনা করেছেন।
উল্লেখ্য, মহান মুক্তিযুদ্ধ ছাড়াও যুক্তরাজ্যে বাঙালি কমিউনিটির বিভিন্ন উন্নয়নমুলক কাজে নূরুল ইসলামের ব্যাপক অবদান ছিল। তিনি ব্রিটেনের ঐতিহ্যবাহী সংগঠন ‘বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের’ প্রতিষ্ঠাতা সেক্রেটারি যা ‘পূর্বে পাকিস্তান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’ নামে ছিল ও ‘পাকিস্তান ক্যাটারার্স অ্যাসোসিয়েশন’, যা বর্তমানে ‘বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন’ নামে পরিচিত। এছাড়াও তিনি সিলেটে ‘ওভারসিজ সেন্টারের প্রতিষ্ঠাতা ও সিনিয়র কো-ওর্ডিনেটরের’ দায়িত্ব পালন করছেন। ‘ন্যাশনাল ফেডারেশন অব পাকিস্তান অ্যাসোসিয়েশন ইন ইউকের’ ফাউন্ডার জেনারেল সেক্রেটারি ছিলেন তিনি।
তাছাড়াও তিনি যুক্তরাজ্য ও বাংলাদেশের আরও বহু সংগঠনের সঙ্গে সরাসরি সম্পৃক্ত ছিলেন।
১৯৭১ সালে সেক্টর-৪ থেকে তিনি মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করেন। এমনকি বাংলাদেশের স্বাধীনতার জন্য সমর্থন বাড়াতে যুক্তরাজ্য, ফ্রান্স এবং যুগোস্লাভিয়া সফর করেন।
১৯৭১ সালে দেওয়ান ফরিদ গাজীর একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। স্বাধীনতার পর তিনি সরকারের প্রশাসনিক সচিব হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
২০১২ সালে তাকে তার বই ‘প্রবাসীর কথা’ লেখক হিসাবে সসম্মানে বাংলা একাডেমির ফেলোশিপ দেওয়া হয়। গবেষণা গ্রন্থ ‘প্রবাসীর কথার’ অসামান্য অবদান রয়েছে বিশ্ব অভিবাসনের ক্ষেত্রে।
২০১৩ থেকে ২০১৮ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ব্যাংকের বোর্ড সদস্য ছিলেন।
২০১৩ সালে অভিবাসনের উপর তার দ্বিতীয় গবেষণা বই ‘From Sojourner to Settlers’ সম্পূর্ণ করেছেন। বইটি বাংলা একাডেমি থেকে প্রকাশিত।