যুক্তরাষ্ট্রে দৈনিক করোনা আক্রান্তের বিশ্ব রেকর্ড
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১১ জানুয়ারি ২০২২, ২:৪৯:২০ অপরাহ্ন
অনুপম আন্তর্জাতিক ডেস্ক : সোমবার দেশটিতে করোনা সংক্রমণের বিশ্বরেকর্ড হয়েছে। এদিন যুক্তরাষ্ট্রে ১১ লাখ ৩০ মানুষ নতুন করে প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। খবর আরব নিউজের।
এর আগে দেশটিতে করোনা সংক্রমণের বিশ্বরেকর্ড হয় গত ৩ জানুয়ারি। ঐ দিন যুক্তরাষ্ট্রে ১০ লাখ ৩ হাজার মানুষ করোনায় আক্রান্ত হন। এর মধ্য দিয়ে প্রথমবারের কোনো দেশে করোনায় আক্রান্তের সংখ্যা এক মিলিয়ন ছাড়িয়ে যায়।
করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের ভয়াবহ বিস্তারে দেশটির এ নাস্তানাবুদ অবস্থা।
গতকাল দেশটিতে মারা গেছেন করোনায় ১০০২ জন। সবচেয়ে বেশি মৃত্যু নিউইয়র্কে ১৯৬ জন।
বর্তমানে আক্রান্ত রয়েছে ১ কোটি ৯২ লাখ ৯৪ হাজার ৫৬২ জন।
গত এক সপ্তাহে যুক্তরাষ্ট্রে গড়ে দৈনিক ৭ লাখ মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। গত দুই সপ্তাহের মধ্যে সোমবারই সবচেয়ে বেশি করোনা রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
এদিন মোট ১ লাখ ৩৫ হাজার করোনা রোগী হাসপাতালে ভর্তি হন। এর আগে গত বছরের জানুয়ারিতে একদিনে ১ লাখ ৩২ হাজার ৫১ হাজার রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন।