টুকের বাজারে বিএনপির সমাবেশ সফল করার আহ্বান
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১১ জানুয়ারি ২০২২, ১১:৩৭:১৪ অপরাহ্ন
সিলেট অফিস : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে আগামীকাল বুধবার সিলেটে শহরতলির টুকেরবাজারে বিএনপির সমাবেশ সফল করার আহ্বান জানিয়েছেন জেলা বিএনপির নেতৃবৃন্দ। সোমবার (১০ জানুয়ারি) জেলা বিএনপির উদ্যোগে নগরীর বিভিন্ন পয়েন্ট লিফলেট বিতরণ ও গণসংযোগকালে সমাবেশ সফলের আহ্বান জানান বিএনপি নেতারা।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাহবুবুর রব চৌধুরী ফয়সল, এডভোকেট এমরান আহমদ চৌধুরী, মাহবুবুল হক চৌধুরী, জেলা বিএনপির সাবেক স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক লায়েছ আহমদ, সাবেক সহ-দফতর সম্পাদক আব্দুল মালেক, বিএনপি নেতা শফিকুর রহমান টুটুল, কামরুজ্জামান দিপু, জাহাঙ্গীর চৌধুরী , শিপু আহমদ, সাবেক ছাত্রদল নেতা দিলদার হোসেন শামীম ও বিয়ানীবাজার উপজেলা ছাত্রদল নেতা এমরান আহমদ প্রমুখ।
টুকেরবাজারের ঐ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির। এছাড়াও সমাবেশে বিএনপির কেন্দ্রীয়, সিলেট বিভাগীয় ও স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।



