প্রতীক বরাদ্দের আগে পোস্টার ও প্রচারণা ওসমানীনগরে
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১১ জানুয়ারি ২০২২, ২:০৮:৪৮ অপরাহ্ন
সংবাদদাতা : আগামী ৩১ জানুয়ারি ৬ষ্ঠ ধাপে সিলেটের ওসমানীনগর উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদের নির্বাচনকে ঘিরে প্রতীক বরাদ্দের আগে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। বরাদ্দের আগেই প্রতীকসম্বলিত পোস্টার ছাপিয়ে চালিয়ে যাচ্ছেন প্রচারণা।
নির্বাচন কমিশনের সূত্র মতে, কোনো রাজনৈতিক দল মনোনীত প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী কিংবা তাদের পক্ষে অন্য কোনো ব্যক্তি, সংস্থা বা প্রতিষ্ঠান, প্রতীক বরাদ্দের পূর্বে কোনো প্রকার প্রচারণা করার বিধান না থাকলেও এ উপজেলার ৮টি ইউনিয়নের চেয়ারম্যান ও সাধারণ সদস্য পদের প্রার্থীরা আচরণ বিধির কোনো তোয়াক্কা করছেন না। নিজ নিজ পক্ষে জনসমর্থন আদায় করতে বেপরোয়াভাবে সভা সমাবেশ, গণসংযোগ, পোস্টার, ক্যাম্পস্থাপনসহ সবকিছুই চালিয়ে যাচ্ছেন।



