ফেঞ্চুগঞ্জে কাল বিদ্যুৎ থাকবে না
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৯ জানুয়ারি ২০২২, ২:০৭:১৪ অপরাহ্ন
সিলেট অফিস : সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় আগামীকাল সোমবার (১০ জানুয়ারি) বিদ্যুৎ থাকবে না জোনাল অফিসের অধীন সকল এলাকায়। এক বিজ্ঞপ্তিতে ফেঞ্চুগঞ্জ পল্লী বিদ্যুৎ এর ডিজিএম সনৎ কুমার ঘোষ এই তথ্য জানিয়েছেন।
তিনি জানান, বিভিন্ন উপকেন্দ্র ও ফিডারের রক্ষণাবেক্ষণ কাজের জন্য সোমবার সকাল ৮টা থেকে বিকাল ৫টা অবধি বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
উপজেলার মাইজগাঁও, রাজনপুর, পিটাইটিকর, বিয়ালীবাজার, ফেঞ্চুগঞ্জ পূর্ববাজার, পশ্চিম বাজার, কটালপুর, দন্ডি, নারায়ণ পুর, চানপুর, আখড়া ঘাট, ফেরীঘাট, পালবাড়ী, ভাটেরা, ইসলামনগর সহ ফেঞ্চুগঞ্জ জোনাল অফিসের অধীন সকল এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।