রুমিন ফারহানার গাড়ি আটক দুই ঘণ্টা
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৮ জানুয়ারি ২০২২, ৫:০১:৫৬ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক : খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার জন্য বিদেশ পাঠানোর দাবিতে আয়োজিত বিএনপির সমাবেশে যাওয়ার সময় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার গাড়ি প্রায় দুই ঘণ্টা আটকে রাখার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে।
শনিবার বেলা ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়ায় ঢাকা-সিলেট মহাসড়কস্থ আশুগঞ্জ টোলপ্লাজায় তার গাড়ি আটকে দেয় দায়িত্বরত পুলিশ সদস্যরা। ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে আয়োজিত বিএনপির সমাবেশে যোগ দেয়ার জন্য যাচ্ছিলেন তিনি।
পরে নাস্তা করার কথা বলে স্থানীয় একটি হোটেলে অবস্থান নেন রুমিন ফারহানা। পরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, খালেদা জিয়ার উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, সাংসদ আব্দুস সাত্তার ভূঞা ও একরামুজ্জামান সুখনসহ বিএনপির নেতৃবৃন্দ সেখানে গেলে প্রায় দুই ঘণ্টা পর তারা সমাবেশের উদ্দেশে ব্রাহ্মণবাড়িয়ার দিকে রওয়ানা হন।
এ ব্যাপারে রুমিন ফারহানা বলেন, আমরা ঢাকা থেকে সমাবেশে যোগ দিতে ব্রাহ্মণবাড়িয়ায় এসেছি। পুলিশ সম্পূর্ণ অযৌক্তিকভাবে আমাদের গতিরোধ করে এবং কালক্ষেপণ করে।
এদিকে বিএনপি ও ছাত্রলীগের পাল্টাপাল্টি সমাবেশের ঘোষণাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। শনিবার সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকায় এই নিষেধাজ্ঞা চলবে। এছাড়া ব্রাহ্মণবাড়িয়ায় বন্ধ রয়েছে আন্তঃজেলা ও লোকাল বাস চলাচল। এর ফলে ব্যাপক দুর্ভোগে পড়েছে যাত্রীরা।