ফেঞ্চুগঞ্জ : নাহিদ হত্যার ঘটনায় ১০ জন আসামি
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৭ জানুয়ারি ২০২২, ১১:২৫:৫০ অপরাহ্ন
সিলেট অফিস : সিলেট জেলার ফেঞ্চুগঞ্জে তরুণ নাহিদ(১৮) হত্যাকান্ডের ঘটনায় ১০ জনকে আসামি করে ফেঞ্চুগঞ্জ থানায় মামলা হয়েছে।
নাহিদের বাবা আলতার হোসেন বুধবার রাতে বাদী হয়ে ফেঞ্চুগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।
গত মঙ্গলবার রাতে মৃত আজমল আলী ওরফে পরবেশ মিয়ার স্ত্রী রেজিয়া বেগম ও নুরুল মিয়ার মেয়ে তাছলিমা বেগমকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত দুজনেই মামলার এজাহারভুক্ত আসামি।
ফেঞ্চুগঞ্জ থানার ওসি মো. শাফায়েত হোসেন বলেন, গ্রেফতারকৃত দুজনকে বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।
উল্লেখ্য, গত মঙ্গলবার জমি নিয়ে বিরোধে ফেঞ্চুগঞ্জ উপজেলার পিঠাইটিকর গ্রামের নুরুল মিয়া ও তার ছেলেরা আলতার হোসেনের ছেলে নাহিদেকে দেশী অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে।