কাজাখস্তানে সরকার পতন, জরুরি অবস্থা জারি
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৫ জানুয়ারি ২০২২, ৪:৩১:০৭ অপরাহ্ন
অনুপম আন্তর্জাতিক ডেস্ক : জ্বালানি তেলের মূল্য বাড়তি নিয়ে বিক্ষোভের জেরে মধ্য এশিয়ার দেশ কাজাখস্তানের সরকারের পতন হয়েছে। দেশটির প্রেসিডেন্ট কাশিম-জোমার্ট তোকায়েভ মন্ত্রীপরিষদকে বরখাস্ত করেছেন। সেইসঙ্গে তিনি দেশটির বৃহত্তম আলমাতি শহরে জরুরি অবস্থা জারির ঘোষণা দিয়েছেন।
কাজাখস্তানের তেল সমৃদ্ধ পশ্চিমাঞ্চলে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির জেরে গণবিক্ষোভ চলছে। এ প্রেক্ষাপটে তিনি এসব সিদ্ধান্ত নিলেন।
আল জাজিরার খবরে বলা হয়, দেশটির প্রেসিডেন্ট বুধবার সকালে প্রধানমন্ত্রী আসকর মানিমের নেতৃত্বাধীন মন্ত্রীপরিষদের পদত্যাগ গ্রহণ করেন।
সেইসঙ্গে তিনি ভারপ্রাপ্ত একটি মন্ত্রীসভাকে লিকুইড পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) মূল্য নিয়ন্ত্রণে কাজ করার জন্য নির্দেশ দেন।
প্রেসিডেন্ট কাশিম-জোমার্ট তোকায়েভ কাজাখস্তানে পেট্রল, ডিজেল ও অন্যান্য ‘সামাজিকভাবে গুরুত্বপূর্ণ’ ব্যবহারিক জিনিসপত্রের মূল্য নিয়স্ত্রণে রাখারও নির্দেশ দেন।
কাজাখস্তানের আলমাতি শহরে রাতভর বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষের প্রেক্ষাপটে এ সিদ্ধান্ত নিলেন দেশটির প্রেসিডেন্ট। বিক্ষোভকারীরা সরকারের পদত্যাগ দাবি করেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আলমাতি শহরসহ পশ্চিমাঞ্চলীয় মাঙ্গিসতাউ প্রদেশে জরুরি অবস্থা জারি করা হয়েছে।