ডেল্টা ওমিক্রনের দাপটে কাঁপতে থাকা বিশ্বে আরেক নতুন ইহু
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৪ জানুয়ারি ২০২২, ১০:৩৪:১৫ অপরাহ্ন
অনুমপ নিউজ ডেস্ক : করোনার অতিসংক্রামক ধরন ডেল্টা ও ওমিক্রনের দাপটে কাঁপতে থাকা বিশ্বে দেখা দিলো আরেক নতুন ধরন ইহু (আইএইচইউ)। এ আরেক নতুন ভয়।
ফ্রান্সে শনাক্ত হয়েছে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট। ফ্রান্সের একদল বিজ্ঞানী এর সন্ধান পেয়েছেন বলে জানা গিয়েছে।
মেডিটেরানি ইনফেকশন নামে সংস্থার গবেষকরা করোনার এ ধরণের নাম দিয়েছেন (আইএইচইউ) ইহু। বিজ্ঞানীরা জানিয়েছেন, ২০২১ সালের সেপ্টেম্বরে কঙ্গো থেকে এ ভাইরাসের উৎপত্তি।
নতুন শনাক্ত হওয়া এই ধরনটির বৈজ্ঞানিক নাম বি.১,৬৪০.২। ফ্রান্সের জীবাণু গবেষণা সংস্থা আইএইচইউ মেডিটেরানির নাম অনুসারে এটির নামকরণ হয়েছে। এছাড়া জানা গেছে, দেশটিতে এ পর্যন্ত ১২ জন নতুন রূপান্তরিত এই ধরনটিতে আক্রান্ত হয়েছেন।
আরও বিস্তারিত অনুসন্ধান ও গবেষণায় করোনাভাইরাসের নতুন এই ধরনটি সম্পর্কে নিশ্চিত হয় আইএইচইউ মেডিটেরানি। এ বিষয়ক গবেষণা প্রতিবেদনে সংস্থাটির বিজ্ঞানীরা জানান, মূল করোনাভাইরাসের ৪৬ দফা অভিযোজন বার রূপান্তরের মাধ্যমে আগমন ঘটেছে নতুন এই ভাইরাসটির।
এ বিষয়ে একটি টুইট করেছেন মহামারি বিশেষজ্ঞ এরিক ফেইগল ডিং। তার মতে, এখন করোনার নতুন ধরনগুলো একের পর এক আসতে থাকবে। তার মানে এ নয় যে সবগুলো বিপজ্জনক। সংখ্যা বৃদ্ধি করার ক্ষমতার ওপর নির্ভর করে এটির বিপজ্জনক হয়ে ওঠা।