বিশ্বনাথের দুই ইউনিয়নে যারা মনোনয়নপত্র জমা দিলেন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৪ জানুয়ারি ২০২২, ১০:৪৮:১৪ অপরাহ্ন
সংবাদদাতা : সিলেটের বিশ্বনাথ উপজেলার দুই ইউনিয়নে চেয়ারম্যান পদে ১২ জন, সাধারণ সদস্য (মেম্বার) পদে ৯৫ জন ও সংরক্ষিত ওয়ার্ডের মহিলা সদস্য পদে ২৫ জন প্রার্থী নিজেদের মনোনয়নপত্র দাখিল করেছেন। লামাকাজী ও খাজাঞ্চী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, সাধারণ সদস্য (মেম্বার) ও সংরক্ষিত ওয়ার্ডের মহিলা সদস্য (মহিলা মেম্বার) পদে ১৩২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করলেন।
লামাকাজী ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জন, ইউনিয়নের ৯টি ওয়ার্ডে সাধারণ সদস্য (মেম্বার) পদে ৫১ জন ও ৩টি ওয়ার্ডে সংরক্ষিত ওয়ার্ডে মহিলা সদস্য (মহিলা মেম্বার) পদে ১৪ জন এবং খাজাঞ্চী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৭ জন, ৯টি ওয়ার্ডে সাধারণ সদস্য (মেম্বার) পদে ৪৪ জন ও ৩টি ওয়ার্ডে সংরক্ষিত ওয়ার্ডের মহিলা সদস্য (মহিলা মেম্বার) পদে ১১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, আগামী ৬ জানুয়ারী মনোয়নপত্র যাছাই-বাছাই, ১৩ জানুয়ারী প্রার্থীতা প্রত্যাহার ও ১৪ জানুয়ারী বৈধ প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করার পর ৩১ জানুয়ারী ইভিএম পদ্ধতিতে অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।
এদিকে এবারের নির্বাচনে চেয়ারম্যান পদে উপজেলার লামাকাজী ও খাজাঞ্চী ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় প্রার্থী থাকলেও নেই জাতীয় পার্টির দলীয় কোন প্রার্থী। অপর দিকে বিএনপি দলীয়ভাবে নির্বাচনে অংশগ্রহন না করলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দিতা করতে মনোনয়নপত্র দাখিল করেছেন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের একাধিক প্রাথী।
লামাকাজী ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন- স্বতন্ত্র প্রার্থী হিসেবে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কবির হোসেন ধলা মিয়া, আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী হিসেবে ইউনিয়ন যুবলীগের সভাপতি ফয়ছল আহমদ, স্বতন্ত্র প্রার্থী হিসেবে আতাউর রহমান, বিএনপি নেতা গোলাম কিবরিয়া তালুকদার, আবেদুর রহমান আছকির ।
খাজাঞ্চী ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন- স্বতন্ত্র প্রার্থী হিসেবে বর্তমান চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক সদস্য গিয়াস উদ্দিন, আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী হিসেবে বৃহত্তর সিলেট আওয়ামী পরিবার জেদ্দার সভাপতি আরশ আলী গণি, স্বতন্ত্র প্রার্থী হিসেবে আব্দুল বাছিত, আতাউর রহমান কালু মিয়া, বিএনপি নেতা কয়েছ মিয়া, আশিকুর রহমান রানা ও শরীফ আহমদ রাজু।