ফেঞ্চুগঞ্জ মোহাম্মদিয়া হিফজুল কুরআন মাদরাসায় অনুদান গ্রহণ, সনদ বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৪ জানুয়ারি ২০২২, ১:৪৩:২৫ অপরাহ্ন

‘এ মাদ্রাসা থেকে পাস করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে কৃতিত্বের সাথে উচ্চ ডিগ্রি নিয়ে দেশ বিদেশে অনেকেই সুনাম অর্জন করেছেন, সমৃদ্ধ জীবন যাপন করছেন। প্রকৃত দ্বীনদার মানুষ সত্যিকার অর্থে সমাজকে শান্ত ও সমৃদ্ধ করেন’
সিলেট অফিস : ‘সিলেটের ফেঞ্চুগঞ্জের ঐতিহ্যবাহী মোহাম্মদিয়া আলিয়া মাদ্রাসার সুনাম দেশের সর্বত্র ছড়িয়ে আছে। এ মাদ্রাসা থেকে পাস করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে কৃতিত্বের সাথে উচ্চ ডিগ্রি নিয়ে দেশ বিদেশে অনেকেই সুনাম অর্জন করেছেন, সমৃদ্ধ জীবন যাপন করছেন। প্রকৃত দ্বীনদার মানুষ সত্যিকার অর্থে সমাজকে শান্ত ও সমৃদ্ধ করেন’।
মোহাম্মদিয়া হিফজুল কুরআন মাদরাসা
সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার পাঠানটিলাস্থ মোহাম্মদিয়া হিফজুল কুরআন মাদরাসায় ৩ জানুয়ারি বেলা এগারটায় মাদ্রাসাটির জন্যে অনুদান গ্রহণ, সনদ বিতরণ ও দোয়া মাহফিলে বক্তারা উপরোক্ত কথা বলেন। এতে প্রধান অতিথি ছিলেন মাদরাসার উপদেষ্টা পরিষদের সদস্য ও কো-অর্ডিনেটর ফ্রেণ্ডস অব ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ইউকের যুগ্ম সাধারণ সম্পাদক মনসুর আহমদ খান। তাঁর মাধ্যমে আসা অনুদান এ অনুষ্ঠানে দাতাবৃন্দের কাছ থেকে গ্রহণ করা হয়।
মাহফিলে সভাপতিত্ব করেন ফেঞ্চুগঞ্জ মোহাম্মদিয়া আলিয়া মাদরাসার অধ্যক্ষ ফরিদ উদ্দিন আতহার। দ্বীনি এ প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক হাফিজ আবু সাঈদ মোঃ সেলিমের সঞ্চালনায় পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন হাফিজ তাসনীম হাসান শাহী ও হাফিজ শামসুল ইসলাম।
উল্লেখ্য, ফেঞ্চুগঞ্জ মোহাম্মদিয়া আলিয়া মাদরাসার একটি অঙ্গ প্রতিষ্ঠান মোহাম্মদিয়া হিফজুল কুরআন মাদরাসা। ২০২০ সালের ১ জানুয়ারি এ প্রতিষ্ঠানের ভিত্তি প্রস্তর স্থাপিত হয়েছিল। তখন থেকে আজ অবধি সর্বস্থরের মানুষের সহযোগিতায় চারতলা বিশিষ্ট ভবনের তৃতীয় তলার কাজ প্রায় শেষ হয়েছে। মহফিলে বক্তারা এ মাদ্রাসা আরও সমৃদ্ধ হওয়ার জন্যে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
মাহফিলে শুভেচ্ছা বক্তব্য রাখেন মোহাম্মদিয়া আলিয়া মাদ্রাসার গভর্নিং বডির সহসভাপতি ও হিফজুল কুরআন মাদরাসার পরিচালনা কমিটির সহ-সভাপতি হাফিজ তরিকুল ইসলাম তোফা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিক ফেঞ্চুগঞ্জ হিফজুল কুরআন মাদ্রাসার কার্যকরি পরিষদের সদস্য আখলাকুর রহমান চৌধুরী সেলিম । ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি ইউকের সাবেক সভাপতি কাজী আবুল হাশেম নোমান, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের পাবলিসিটি সেক্রেটারী, দৈনিক আলোকিত সিলেট’র সম্পাদক আবু তালেব মুরাদ, স্পেক্ট্রাম বাংলা রেডিও ও অনলাইন টিভি ‘র ব্যবস্থাপনা পরিচালক মিসবাহ জামাল, বিশিষ্ট সাহিত্য অনুবাদক, অনুপম নিউজ টেয়েন্টিফোর’র নির্বাহী সম্পাদক সারওয়ার চৌধুরী, কাজী আবুল কাশেম জবুল, বসুন্ধরা মটরস সিলেটের মালিক কাজী তোফায়েল আহমেদ চৌধুরী, হাজী সজ্জাদ আলী শিক্ষা কল্যাণ ট্রাষ্টের চেয়ারম্যান ও মেম্বার অব ট্রাষ্টি বোর্ড ডা. হারুনুর রশিদ, লণ্ডন প্রবাসী অবসরপ্রাপ্ত একাউন্ট্যান্ট কাজী আব্দুর রশিদ চৌধুরী, বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী ব্যারিষ্টার মুস্তাকিম রাজা চৌধুরী। লণ্ডন প্রবাসী খালেদুর রহমান খান, রাজনপুরের বিশিষ্ট মুরুব্বি হিফজুল কুরআন মাদ্রাসার উপদেষ্টা পরিষদ সদস্য হাজী আব্দুল লতিফ ঝুনু মিয়া, উপদেষ্টা পরিষদ সদস্য কাজী আবুল কাশেম। এছাড়াও এতে উপস্থিত ছিলেন শিক্ষক আবু বকর নূরি, মাহবুব আহমদ খান, মুরুব্বি সাহাব আহমদ খান, ফারুক আহমদ খান এবং অন্যতম ভূমিদাতা সদস্য শাহীন আহমদ খানসহ আরও অনেকে।
মাহফিলে বাৎসরিক আয় ব্যয়ের হিসাব পেশ করেন হিফজুল কুরআন মাদ্রাসার সেক্রেটারী ইকবাল আহমদ খান।



