রাতে তাপ কমছে, শীত আরও বাড়বে, দিনেও ঠাণ্ডা বেশি, কারণ…
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০২ জানুয়ারি ২০২২, ৯:৩৭:০৯ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক : দেশের বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টার ব্যবধানে ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্র কমেছে। শৈত্যপ্রবাহ শুরু হয়েছে মৌলভীবাজার ও পঞ্চগড়ে। রাজধানীর আকাশেও দেখা গিয়েছে ঘন কুয়াশা। সিলেটের শ্রীমঙ্গলে আজ সকাল নয়টায় তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস।
দেশের উত্তরাঞ্চলে বছরের প্রথম দিনে শীতের পাশাপাশি কুয়াশা বেড়ে গেছে। বিশেষ করে নদীতীরবর্তী এলাকাগুলোতে কুয়াশা বেশি বেড়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ দেশের বিভিন্ন এলাকায় রাতের তাপমাত্রা আরও কমতে পারে। আরও কিছু এলাকায় শৈত্যপ্রবাহ শুরু হতে পারে। আগামী কয়েক দিন ধারাবাহিকভাবে আরও শীত বাড়তে পারে।
আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, আজ কুয়াশা আগের দিনের তুলনায় আরও বাড়তে পারে। সেই সঙ্গে দেশের দক্ষিণ–পশ্চিমাঞ্চলে শীতের অনুভূতি বেশি থাকতে পারে। যশোর–চুয়াডাঙ্গাসহ আশপাশের জেলাগুলোতে শৈত্যপ্রবাহ শুরু হয়ে যেতে পারে। আগামী কয়েক দিন উত্তরাঞ্চল এবং দক্ষিণ–পশ্চিমাঞ্চলে শৈত্যপ্রবাহ ছড়াতে পারে।
এ বিষয়ে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, বাংলাদেশের আকাশ থেকে মেঘ সরে গেছে। ফলে দিনে রোদ বাড়তে শুরু করেছে। আর রাতে তাপমাত্রা কমতে শুরু করেছে। আগামী কয়েক দিন ধারাবাহিকভাবে শীত বাড়তে পারে। শৈত্যপ্রবাহ ছড়িয়ে পড়তে পারে আরও কিছু অঞ্চলে।
এদিকে মেঘ সরে গিয়ে রোদ বেড়ে যাওয়ায় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কমে এসেছে। ফলে দিনে ঠান্ডা বাতাসের প্রবাহ বেড়ে গেছে।
শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায়, ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে টেকনাফে, ২৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যথাক্রমে ২৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস ও ১৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।