হার্ট ফাউণ্ডেশন সিলেটের সপ্তম তলা নির্মাণ শুরু হচ্ছে ১০ জানুয়ারি, দেড় কোটি টাকার চেক হস্তান্তর
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৮ জানুয়ারি ২০২২, ৯:১৯:১৬ অপরাহ্ন
সারওয়ার চৌধুরী, সিলেট : যুক্তরাজ্য প্রবাসী বন্ধুদের অর্থায়নে হার্ট ফাউন্ডেশন সিলেটের সপ্তম তলা নির্মাণ কাজ ১০ জানুয়ারি শুরু হচ্ছে। ১০ হাজার স্কয়ার ফুটের সপ্তম তলাটির নির্মাণে ব্যয় হবে ১ কোটি ৫০ লক্ষ টাকা। সমুদয় টাকার চেক হস্তান্তর করা ও নির্মাণ কাজের উদ্বোধন উপলক্ষে ফলক উন্মোচন অনুষ্ঠান হয় আজ ১ জানুয়ারি।
শাহী ঈদগাহে ফাউণ্ডেশনের সাত তলার ছাদে আয়োজিত অনুষ্ঠানের প্রথম পর্বে ফাউণ্ডেশনের ইউকে ফ্রেণ্ডস’র সেক্রেটারি মিছবাহ জামাল স্বাগত বক্তব্যে ইউকে ফ্রেণ্ডস’র চেয়ারম্যান আহমেদ উস সামাদ চৌধুরী জেপি’র পরিচয় তুলে ধরেন। জামাল জানান, মাত্র ৯ মাসে এ মানুষটির ঐকান্তিক প্রচেষ্টায় সপ্তম তলা নির্মাণ কাজের জন্যে দেড় কোটি টাকা সংগ্রহ সম্ভব হয়েছে। জনহিতকর কাজে তার এ অসাধারণ কর্মপ্রয়াস পরবর্তী প্রজন্মের জন্যে অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে। উল্লেখ্য, কর্মবীর আহমেদ উস সামাদ চৌধুরী জেপি ব্রিটেনে ‘ফ্রিডম অব দি সিটি অব লন্ডন’ সম্মানে ভূষিত হন। উচ্চ মর্যাদার এ সম্মাননা বৃটেনের রাণী এলিজাবেথ দ্বিতীয় ও তার মা এলিজাবেথ প্রথম দুজনকেই দেয়া হয় । তাছাড়া বৃটিশ প্রধানমন্ত্রী উইন্সটন চাচিল, মার্গারেট থেচারসহ ডিউক অব ওয়েলিংটন, নেলসন মান্ডেলা, জওহরলাল নেহেরু, আর্চ বিশপ অব কেন্টারবারী, জাতিসংঘের প্রাক্তন মহাসচিব কফি আনান এ সম্মাননা পেয়েছেন।
পরে সাথীদের নিয়ে হার্ট ফাউণ্ডেশনের ইউকে ফ্রেণ্ডস’র চেয়ারম্যান আহমেদ উস সামাদ চৌধুরী জেপি নির্মাণ কাজের ফলক উন্মোচন করেন।
দুই পর্বের পুরো অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেটের সভাপতি প্রফেসর ডা. এনায়েতউল্লাহ। পরিচালনা করেন হার্ট ফাউণ্ডেশনের ইউকে ফ্রেণ্ডস’র সেক্রেটারি এবং সিলেট হার্ট ফাউন্ডেশনের কার্যকরী কমিটির সদস্য মিডিয়া ব্যক্তিত্ব মিছবাহ জামাল।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে আহমেদ উস সামাদ চৌধুরী জেপি কীভাবে এ প্রকল্পের সাথে যুক্ত হলেন সে ইতিহাস তুলে ধরে বলেন, জনহিতকর কাজে অর্থ সংগ্রহের বেলায় স্বচ্ছতা খুব জরুরি। তিনি বলেন, তিনি সপ্তম তলা নির্মাণের জন্যে টাকাগুলো তুলতে সক্ষম হওয়ার অন্যতম প্রধান কারণ তাঁর কাজের স্বচ্ছতার প্রতি বন্ধুদের আস্থা রয়েছে। তিনি জানান, ২৯০ টাকা প্রতি স্কয়ার ফুট দরে ইতোমধ্যে ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজের ভার দেয়া হয়েছে। চলতি মাসের ১০ জানুয়ারি কাজ শুরু হবে। আমরা জেনেছি, ১০ হাজার স্কয়ার ফুটের সপ্তম তলাটির নির্মাণে ব্যয় হবে ১ কোটি ৫০ লক্ষ টাকা। তারপরও আরও নানা খাতে ব্যয় লাগবে, সেটা সরকার সহযোগিতা করবে। আমাদের স্থায়ী ডোনারও দিবেন।
এ পর্বে হার্ট ফাউণ্ডেশন সিলেটের সেক্রেটারি প্রফেসর আমিনুর রহমান লস্কর সিলেটে হার্ট ফাউণ্ডেশন প্রতিষ্ঠার ইতিহাস তুলে ধরে বলেন, ২০০৫ সালে সরকার থেকে আমরা এক একর জায়গা পেয়েছিলাম, সেই বছরই নির্মাণ কাজ শুরু হয়। এ পর্যন্ত এতে ৫০ কোটি টাকা খরচ হয়েছে, সরকার ৩০ কোটি টাকা দিয়েছে। ২০ কোটি এসেছে বিভিন্ন মাধ্যম থেকে। তিনি জানান, মাহবুবুর রহমান একাই দেড় কোটি টাকা দিয়েছিলেন। প্রফেসর আমিনুর রহমান বলেন, এটি একটি অত্যাধুনিক হার্ট হাসপাতাল হবে। ভারত থেকে এখানে আসবে চিকিৎসা নিতে।
অনুষ্ঠানে ইউকে ডোনার মেম্বারদের মধ্য থেকে বক্তব্য রাখেন, কবির আহমেদ খলকু, এস আই আজাদ আলী, বজলুর রশিদ এমবিই, আব্দুল মুনিম জাহেদী ক্যারল, ড. ওয়ালি তছর উদ্দিন, সাইদুর রহমান রেনু জেপি, শিল্পপতি এ গণি, এম এ কাইয়ুম বৃটিশ বাংলা চেম্বার ভাইস প্রেসিডেন্ট , আলাউদ্দিন, মামুনুর রশিদ হিলারি, শেখ ফারুক, কাজী নোমান, মারুফ চৌধুরী, সমাজসেবী ব্যারিস্টার মুস্তাকিম রেজা চৌধুরী, মনজ্জির আলী, রফিক মিয়া প্রমুখ।
এছাড়াও বক্তব্য রাখেন, যুগ্ম সম্পাদক মোস্তফা শাহ জামান চৌধুরী বাহার, জামিল আহমেদ চৌধুরী-ট্রেজারার, প্রচার সম্পাদক আবু তালেব মুরাদ, ভাইস চেয়ারম্যান ড. আলতাফুর রহমান, আব্দুল মালিক জাকা, ফয়জুর রহমান।
অনুষ্ঠানে হার্ট ফাউন্ডেশন ইউকে ফ্রেন্ডসের জয়েন্ট সেক্রেটারি স্বনামধন্য শিক্ষক মনসুর আহমেদ খান উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
উল্লেখ্য, যুক্তরাজ্যের ক্যান্টের বেক্সিলির মহারাজা রেস্টুরেন্টে ফ্রেন্ডস অব ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের চ্যারিটি ডিনার ও আলোচনা সভা চলতি বছরের ২৮ জুন অনুষ্ঠিত হয়। সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালের সপ্তম তলা নির্মাণে প্রায় ১৩৫ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রবাসীরা। আলোচনা সভায় সভাপতিত্ব করেন চ্যানেল এস এর চেয়ারম্যান আহমেদ উস সামাদ জেপি। সভা পরিচালনা করেন চ্যানেল এস এর হেড অফ প্রোগ্রাম ফারহান মাসুদ খান।
ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল সিলেটের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছিল ২০১৩ সালের ১৭ সেপ্টেম্বর। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেটের চিফ প্যাট্রন প্রধানমন্ত্রী শেখ হাসিনা হসপিটাল উদ্বোধন করেন। সেই থেকে এ হাসপাতালটি সিলেট তথা প্রত্যন্ত অঞ্চলের হার্টের রোগীদের সুষ্ঠু সেবা দিয়ে আসছে।
সিলেটসহ দেশে দিন দিন হার্টের রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। রোগীদের চাপ বেশি থাকায় ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল সিলেটের সাততলা ভবন নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়।