নতুন বছরে জয় হোক ভালোবাসার, শুভেচ্ছা সবাইকে
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০১ জানুয়ারি ২০২২, ৮:৪৬:২৪ অপরাহ্ন
আমাদের জীবন অর্থনীতির সাথে সম্পর্কসূত্রে বাঁধা। একটি বছরের আনন্দ বেদনায় অর্থব্যবস্থার প্রভাব তো আছেই অন্য অনেক প্রসঙ্গের সাথে। তাতে পাওয়া না-পাওয়ার প্রসঙ্গ আছে বলে আমরা বাৎসরিক হিসাব মিলাই।
তবে সব সম্পর্ক সুন্দর হয়, ফলপ্রসু হয় ভালোবাসার কারণে। ভালোবাসার শক্তিতে অর্থব্যবস্থাও সবল হয়, বহুমাত্রিক হয়। ভালোবাসা যেখানে আছে, সেখানে সীমা লঙ্ঘন নেই।
যে বছর পার হলাম, তার দিকে তাকালে দেখা যাবে তাতে বিস্তর বেদনার প্রসঙ্গ আছে। লাখো মানুষের জীবনাবসান হয়েছে মহামারি করোনায়। অনেক প্রিয়জন আর নেই এই ধূলির ধরায়!
আমরা যারা বেঁচে আছি, অজস্র প্রাকৃতিক নেয়ামতে সমৃদ্ধ আছি, আমরা প্রিয়জন হারানোর বেদনায় বিমর্ষ হওয়ারই অন্য অর্থ জীবিত প্রিয়জনদের জন্যে পূর্ণ মনোযোগে ভালোবাসার নজর রাখা। মানবিক মূল্যবোধে মানুষ মানুষের আত্মীয়। কবি অযথা বলেননি- ‘সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে’।
আমাদের একটি সমৃদ্ধ জীবনের সাথে জড়িয়ে আছে অজস্র অন্য অনেক মানুষের কর্ম। নতুন বছরের প্রথম দিনে আমরা আশাবাদী থাকি, ভালোবাসায় অনুপ্রাণীত থাকি; জয় হোক মানুষের, জয় হোক ভালোবাসার। আমাদের পাঠক শুভানুধ্যায়ী সকলকে অনুপম পরিবারের শুভেচ্ছা। – সম্পাদক




