সিলেট : ফেঞ্চুগঞ্জের নিজামপুর রাস্তাটি নতুন রূপে
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ৩১ ডিসেম্বর ২০২১, ৯:০৪:৪৬ অপরাহ্ন
ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি : সিলেটের ফেঞ্চুগঞ্জের ফরিদপুর এনজিএফএফ ভায়া নিজামপুর সড়কের সংস্কার কাজ দুই মাসের কম সময়ে সম্পন্ন হতে চললো। এই সাথে দীর্ঘদিনের জনভোগান্তি শেষ হতে যাচ্ছে।
১২৬০ মিটার দীর্ঘ এই প্রকল্পের কাজ গত ৮ নভেম্বর শুরু হয়। বেশিভাগ রাস্তা নতুন রূপ পেয়ে গেছে। সড়ক মেরামত প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স সোহাগ এন্টারপ্রাইজের স্বত্তাধিকারী মামুন আহমদ জানান, আর দুদিন লাগবে বাকীটুকুর ঢালাই শেষ করতে।
শাহজালাল সারকারখানা, ২ নং মাইজগাও ইউনিয়ন, মাইজগাঁও রেল ষ্টেশন, নূরপুর, ফরিদপুর গ্রাম ও সিলেট-মৌলভীবাজার হাইওয়ের সাথে সংযোগ রক্ষার গুরুত্বপূর্ণ এই সড়কের কাজ দ্রুত সম্পন্ন হওয়ায় এলাকার মানুষ খুব খুশি।
এলজিইডির অধীনে প্রকল্পটি বাস্তবায়ন করলো মেসার্স সোহাগ এন্টারপ্রাইজ। এতে ব্যয় হয়েছে ৪০ লাখ ৯৭ হাজার টাকা।