বিচারপতি ইমান আলী ছুটিতে গেলেন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ৩১ ডিসেম্বর ২০২১, ২:৫৯:০১ অপরাহ্ন
সিলেট অফিস : দেশের সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ ইমান আলী ছুটিতে গেছেন। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) তিনি ছুটিতে যান।
২০২২ সালের ৩১ ডিসেম্বর বিচারপতি মোহাম্মদ ইমান আলীর ৬৭ বছর পূর্ণ হবে। চাকরিবিধি অনুযায়ী পরের দিন ২০২৩ সালের পয়লা জানুয়ারি অবসরে যাওয়ার কথা রয়েছে তার।
উল্লেখ্য, ২৩তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পান আপিল বিভাগের বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৯৫ (১) অনুচ্ছেদের ক্ষমতাবলে এই নিয়োগ দেন। আজ শুক্রবার (৩১ ডিসেম্বর) বিকেলে বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তাকে শপথ পড়াবেন।
বিদায়ী প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের কর্মজীবনের শেষ দিন ছিল বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর)। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতিদের তালিকায় তার পরে নাম আছে যথাক্রমে বিচারপতি মোহাম্মদ ইমান আলী এবং নবনিযুক্ত প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর।
এদিকে বিচারপতি মোহাম্মদ ইমান আলী কতদিনের জন্য ছুটিতে থাকবেন সে বিষয়ে সুপ্রিম কোর্ট থেকে কোনো তথ্য পাওয়া যায়নি।
প্রসঙ্গত, ২৩তম প্রধান বিচারপতি নিয়োগকে সামনে রেখে জ্যেষ্ঠতা লঙ্ঘন (সুপারসিড) প্রশ্নে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, সংবিধান অনুযায়ী প্রধান বিচারপতি নিয়োগের এখতিয়ার রাষ্ট্রপতির। এখানে আইন লঙ্ঘন ও জ্যেষ্ঠতার কোনো বিষয় নেই।
জ্যেষ্ঠতা এড়িয়ে ২০১৮ সালের ২ ফেব্রুয়ারি বিদায়ী প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনকে নিয়োগ দেওয়া হলে বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিয়া পদত্যাগ করেছিলেন। ২০১১ সালে জ্যেষ্ঠতা এড়িয়ে বিচারপতি এবিএম খায়রুল হককে প্রধান বিচারপতি নিয়োগ দেওয়া হলে সে সময়ও আপিল বিভাগের দুই বিচারপতি ছুটিতে যান। তারা হলেন- বিচারপতি মো. আব্দুল মতিন ও বিচারপতি শাহ আবু নাঈম মোমিনুর রহমান।
উল্লেখ্য, বিচারপতি ইমান আলী আফ্রিকা এশিয়ো মেডিয়েশন এসোসিয়েশন কর্তৃক ‘ইন্টারন্যাশনাল মেডিয়েশন এ্যাওয়ার্ড‘ অর্জন করেছেন। সাবেক প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের অনুপস্থিতিতে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ ইমান আলী প্রধান বিচারপতির দায়িত্ব পালন করেন। বৃহত্তর সিলেটের কৃতি সন্তান বিচারপতি ইমান আলীর গ্রামের বাড়ি সুনামগঞ্জের ছাতক উপজেলার ঐতিহ্যবাহী ভাতগাঁও ইউনিয়নের আনুজানী গ্রামে।