পাবনা ক্যাডেটের ৫৫ জনই পেলেন জিপিএ-৫, কলেজিয়েট স্কুলে ৪১
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ৩১ ডিসেম্বর ২০২১, ১০:২৮:২৯ অপরাহ্ন
মুরাদ হোসেন, পাবনা : মাধ্যমিক বোর্ড পরীক্ষায় ফলাফলে পূর্বের সাফল্য ধরে রেখেছে পাবনা ক্যাডেট কলেজ। এ বছর এসএসসি পরীক্ষায় এ ক্যাডেট কলেজ থেকে ৫৫ জন পরীক্ষার্থী অংশ নিয়ে সবাই গোল্ডেন এ প্লাস পেয়েছে।
বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) ক্যাডেট কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহাম্মদ আব্দুল কবীর এ বিষয়টি নিশ্চিত করেছেন।
অধ্যক্ষ আব্দুল কবীর বলেন, প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও আমাদের কলেজ থেকে শতভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। ৫৫ জন শিক্ষার্থীর সবাই গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে। এটা খুবই আনন্দের একটি খবর।
ক্যাডেট কলেজ অধীনস্থ পাবনা ক্যাডেট কলেজিয়েট স্কুলেও বরাবরের মতোই ভালো ফলাফল হয়েছে। বিজ্ঞান বিভাগ থেকে ৩৮ জন, মানবিক বিভাগ থেকে ২ জন এবং বাণিজ্য বিভাগ থেকে ১, মোট জিপিএ- ৫ পেয়েছেন ৪১ জন। ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ তথ্য নিশ্চিত করেন প্রধান শিক্ষক এস্কেন্দার আলী।