ইয়াওমুল জুম্আ ফজিলতপূর্ণ দিন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৩ আগস্ট ২০২৪, ২:৫৯:১৯ অপরাহ্ন
সাহাবি আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেন, সূর্য উদিত হওয়ার দিনগুলোর মধ্যে জুমার দিন সর্বোত্তম। এই দিনে আদম (আ.)-কে সৃষ্টি করা হয়াছে। হজরত আদম (আ.) ও হাওয়া (আ.)-কে এই দিনেই জান্নাতে প্রবেশ করানো হয়েছে এবং এই দিনে তাঁকে জান্নাত থেকে বের করা হয়েছিল। (মুসলিম, হাদিস : ৮৫৪)
:: মুহিব উদ্দিন চৌধুরী ::
✅ পবিত্র শুক্রবার আজ। শুক্রবারকে বলা হয় ইয়াওমুল জুম্আ বা জুমার দিন। শুক্রবার মুসলিম উম্মাহ জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। ইসলাম ধর্ম মতে মুসলমানদের সপ্তাহের সেরা দিন শুক্রবার অর্থাৎ জুমার দিন। জুম্আ নামে পবিত্র কোরআনে একটি সূরা রয়েছে। ইসলামের ইতিহাসে শুক্রবারে ঘটেছে অনেক গুরুত্বপূর্ণ ঘটনা।
প্রথম হিজরিতে জুমার নামাজ ফরজ হয়। রাসূলুল্লাহ (সা.) হিজরতকালে কুবাতে অবস্থান শেষে শুক্রবার দিন মদিনা পৌঁছেন এবং বনি সালেম গোত্রের উপত্যকায় পৌঁছে জোহরের ওয়াক্ত হলে সেখানেই তিনি জুমার নামাজ আদায় করেন। এটাই ইতিহাসের প্রথম জুমার নামাজ। শুক্রবারের দিন জোহরের নামাজের পরিবর্তে জুমার নামাজকে ফরজ বা বাধ্যতামূলক করা হয়েছে। জুমার দুই রাকাত ফরজ নামাজ ও ইমামের খুতবাকে দুই রাকাত ফরজের ছওয়াব সংশ্লিষ্ট করে জোহরের চার রাকাত ফরজ নামাজের স্থলাভিষিক্ত করা হয়েছে।
মহান আল্লাহতালা পবিত্র কোরআনে জুম্মা সর্ম্পকে আরো বলেছেন, অতঃপর নামায শেষ হলে জমিনে ছড়িয়ে পড় এবং আল্লাহর রহমত সন্ধান কর এবং তোমার প্রভুকে আরো বেশি স্মরণ কর, যাতে তোমরা অনুগ্রহ পেতে পারো। সূরা জুম্আ, আয়াত : ১০
সপ্তাহের সবচেয়ে শ্রেষ্ঠ ও মর্যাদাপূর্ণ এই দিনের ফজিলত সম্পর্কে রাসূলে করিম (সঃ) অসংখ্য হাদিস বর্ণণা করেছেন। যা অন্য কোন দিন বা বার সর্ম্পকে তিনি করেন নি।
বিখ্যাত সাহাবি আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেন, সূর্য উদিত হওয়ার দিনগুলোর মধ্যে জুমার দিন সর্বোত্তম। এই দিনে আদম (আ.)-কে সৃষ্টি করা হয়াছে। হজরত আদম (আ.) ও হাওয়া (আ.)-কে এই দিনেই জান্নাতে প্রবেশ করানো হয়েছে এবং এই দিনে তাঁকে জান্নাত থেকে বের করা হয়েছিল। (মুসলিম, হাদিস : ৮৫৪)
এ প্রসঙ্গে রাসুলুল্লাহ (সা.) বলেন, জুমার দিন দিবসসমূহের মধ্যে শ্রেষ্ঠ এবং তা আল্লাহর নিকট অধিক সম্মানিত। (ইবনে মাজাহ, হাদিস : ১০৮৪)
বিভিন্ন হাদিসে বলা হয়েছে, জুমার দিনের মতো ফজিলতপূর্ণ দিন আর কোন জাতিকে দেওয়া হয়নি। এই জুমার দিনে কিয়ামত সংঘটিত হবে।
পবিত্র জুমার দিনে বর্তমান প্রাণঘাতী মহামারি করোনাভাইরাস সহ যাবতীয় রোগ-ব্যাধি ও বিপদ-আপদ থেকে মুক্ত থাকতে ব্যক্তি পরিবার দেশসহ পুরো বিশ্ববাসীর জন্য দোয়া করি। পবিত্র এই জুমার দিনে মহান আল্লাহ পাক আপনাকে ও আপনার পরিবারে সবাইকে সুস্থ ও দীর্ঘ জীবন দান করুন এবং রাখুন শান্তিতে ও নিরাপদে সব সময়।
লেখক: সম্পাদক, অনুপম নিউজটুয়েন্টিফোর