সিলেট বোর্ডে রেকর্ড পাস ৯৬.৭৮ শতাংশ
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ৩০ ডিসেম্বর ২০২১, ৫:০০:২৮ অপরাহ্ন
সিলেট জেলায় পাসের হার ৯৭ দশমিক ৪২ শতাংশ , মৌলভীবাজারে ৯৬ দশমিক ৭৯ শতাংশ এবং হবিগঞ্জে পাসের ৯৬ দশমিক ৫৫ শতাংশ
সিলেট অফিস : করোনা মহামারীর সঙ্কটে বিলম্বিত এসএসসি ও সমমানের পরীক্ষায় এবার সিলেট বোর্ডে রেকর্ড ৯৬ দশমিক ৭৮ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। গত ৯ বছরের মধ্যে এবারই এ বোর্ডে সবচেয়ে ভালো ফলাফল হয়েছে।
বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সকালে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়।
এতে দেখা যায়, এ বছর এসএসসি পরীক্ষায় এ বোর্ডে ১ লাখ ১৯ হাজার ৫৫৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে পাস করেছে ১ লাখ ১৫ হাজার ৭০০ জন।
সিলেট জেলায় পাসের হার ৯৭ দশমিক ৪২ শতাংশ , মৌলভীবাজারে ৯৬ দশমিক ৭৯ শতাংশ এবং হবিগঞ্জে পাসের ৯৬ দশমিক ৫৫ শতাংশ। এবার সিলেটে জিপিএ ৫ পেয়েছে ৪ হাজার ৮৩৪ জন শিক্ষার্থী।
সিলেট শিক্ষাবোর্ডে এসএসসি ও সমমান পরীক্ষায় ৯১৯ টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে শতভাগ পাশ করেছে এমন শিক্ষা প্রতিষ্ঠান ১৮৫ টি।
সংশ্লিষ্টরা বলছেন মানবিক বিভাগের শিক্ষার্থীরা ভালো ফলাফল করায় বোর্ডের পাশের হার সর্বোচ্চ হারে বেড়েছে।