অভিনেতা সোহেল রানা লাইফ সাপোর্টে
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৯ ডিসেম্বর ২০২১, ৮:২০:১৫ অপরাহ্ন
অনুপম বিনোদন ডেস্ক: বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা, পরিচালক ও প্রযোজক মাসুদ পারভেজ সোহেল রানাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। শারীরিক অবস্থার অবনতি হলে বুধবার ২৯ ডিসেম্বর সকালে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।
চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। বিষয়টি নিশ্চিত করে অভিনেতা সোহেল রানার স্ত্রী জিনাত বেগম বলেন, তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। কী যে হয় জানি না। তিনি বলেন, ‘আমাদের সবার প্রিয় নায়ক, প্রযোজক এবং পরিচালক মাসুদ পারভেজ সোহেল রানা আইসিইউতে। উনার শারীরিক অবস্থা ভালো নয়। সবাই উনার জন্য দোয়া করবেন।’
সোহেল রানা গত কয়েক দিন ধরে জ্বর-কাশিতে ভুগছিলেন। চিকিৎসকের পরামর্শে পরীক্ষা করালে জানতে পারেন তিনি করোনায় আক্রান্ত।
২৫ ডিসেম্বর রাতে সোহেল রানাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। এর দুদিন পর জানা যায়, চিকিৎসকেরা তাকে সার্বক্ষণিক পর্যবেক্ষণে রেখেছেন। পরীক্ষা–নিরীক্ষা করা হচ্ছে। অক্সিজেন স্যাচুরেশন কমে গেছে, খাওয়া-দাওয়ায় কষ্ট হচ্ছে।