লণ্ডনে ৫৩ শতাংশ বেড়েছে হাসপাতালে ভর্তির হার
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৯ ডিসেম্বর ২০২১, ৭:২৩:২৪ অপরাহ্ন
লণ্ডন অফিস : যুক্তরাজ্যের রাজধানী লণ্ডন শহরে ওমিক্রনের সংক্রমণ বেড়ে যাওয়ায় বেড়েছে হাসপাতালে ভর্তির হার। চলতি সপ্তাহে আগের সপ্তাহের চেয়ে ৫৩ শতাংশ বেড়েছে।
করোনার নতুন ধরন ওমিক্রনের প্রভাবে যুক্তরাজ্যের অন্যান্য রাজ্যেও বেড়েছে সংক্রমণ। পাল্লা দিয়ে বেড়েছে কোভিড আক্রান্তদের হাসপাতালে ভর্তির হারও।
মঙ্গলবার করোনায় নতুন আক্রান্ত হয়েছেন ১ লাখ ২৯ হাজার ৪৭১ জন। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা হচ্ছে ১ কোটি ২৬ লাখ ৯৬ হাজার ৬৪ জন।
করোনা মহামারি শুরুর পর সম্প্রতি যুক্তরাজ্যে করোনা সংক্রমণের হার বেড়েছে। কিছুদিন আগেই শনাক্তের সংখ্যা ১ লাখ অতিক্রম করে, যা ছিল রেকর্ড। এখন প্রায় প্রতিদিনই শনাক্তের নতুন রেকর্ড হচ্ছে।
ইউরোপের সবচেয়ে বেশি করোনায় ক্ষতিগ্রস্ত দেশের মধ্যে ব্রিটেন অন্যতম। সেখানে ইতোমধ্যে করোনায় মৃত্যু দেড় লাখ ছাড়িয়েছে। সংক্রমণ বাড়ার প্রেক্ষাপটে নতুন নতুন পদক্ষেপ নিচ্ছে স্কটল্যান্ড, ওয়েলস ও নর্দার্ন আয়ারল্যান্ড।
করোনার ডেল্টা ধরনের কারণে ব্যাপক প্রাণহানী দেখেছে যুক্তরাজ্য। এ পরিস্থিতিকে জটিল করে তুলতে সেখানে ব্যাপকভাবে হানা দিয়েছে ওমিক্রন।