প্রতিমন্ত্রীর চ্যালেঞ্জ মির্জা ফখরুলের বক্তব্যে
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৯ ডিসেম্বর ২০২১, ১২:৪৪:২৭ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক : “জাতিসংঘ এই সরকারের উপর নিষেধাজ্ঞা দিচ্ছে”-বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যকে চ্যালেঞ্জ দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। তিনি বলেছেন, তাকে চ্যালেঞ্জ দিয়ে বলছি, শেখ হাসিনার সরকার যতদিন আছে ততদিন এ রকম কোনো সম্ভাবনা নেই।
মঙ্গলবার (২৮ ডিসেম্বর) প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম তার ভেরিফায়েড ফেসবুকে এসব কথা বলেন। প্রতিমন্ত্রী লিখেছেন-
মির্জা ফখরুল ইসলাম আলমগীর সারাদিন মিথ্যাচার করেন তাদের ঘুমিয়ে পড়া, দল থেকে সুবিধা মতো কেটে পড়া কর্মীদের ফিরিয়ে আনতে। একটু আগে টিভির খবরে দেখলাম মানিকগঞ্জের এক সভায় তিনি বলছেন, জাতিসংঘ এই সরকারের উপর নিষেধাজ্ঞা দিচ্ছে। এইরকম কল্পনাপ্রসূত বা ডাহা মিথ্যা কথা এবং কর্মের জন্যই তাদের এই দশা।
তাকে চ্যালেঞ্জ দিয়ে বলছি শেখ হাসিনার সরকার যতদিন আছে ততদিন এরকম কোনো সম্ভাবনা তো নেই বরং জাতিসংঘ প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের সঙ্গে উন্নয়ন এবং অন্যান্য কাজে সহযোগী হয়ে গর্বিত। এই লক্ষ্যে বিএনপি-জামাতের কোনো অর্থ বিনিয়োগ হয়ে থাকলে তা তাদের নেতাদের মানসিক রোগের চিকিৎসায় ব্যয় করতে পারে। তাদের এই ধরনের দায়িত্বজ্ঞানহীন বক্তব্য জাতিসংঘকেও তাদের ব্যাপারে সাবধান করে দেবে।