বিশেষজ্ঞদের ধারনা বাস্তব হলো : ব্রিটেনে ফ্রান্সে করোনার রেকর্ড শনাক্ত, বাড়তে থাকছে ইউরোপের নানা দেশে
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৯ ডিসেম্বর ২০২১, ১২:১৯:৫৬ অপরাহ্ন
অনুপম আন্তর্জাতিক ডেস্ক : শীত বাড়লে করোনার নতুন ধরন ওমিক্রন ইউরোপে সংক্রমণ বেড়ে যাবে বলে বিশেষজ্ঞদের ধারণা বাস্তবে রূপ নিয়েছে। ইউরোপের বেশ কয়েকটি রাষ্ট্রে প্রতিদিনই করোনা সংক্রমণের নতুন নতুন রেকর্ড হচ্ছে। যুক্তরাজ্য, ইতালি, গ্রিস, ফ্রান্স এবং পর্তুগালে আক্রান্তের হার ক্রমশ ঊর্ধ্বমুখী। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
ফ্রান্সে করোনা মহামারির শুরুর পর মঙ্গলবার একদিনে রেকর্ড ১ লাখ ৭৯ হাজার ৮০৭ জন শনাক্ত হয়েছেন। এর আগে শনিবার একদিনে শনাক্ত হন ১ লাখ ৪ হাজার ৬১১ জন।
যুক্তরাজ্যেও থামছে না করোনার প্রকোপ। দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনার শনাক্ত হয়েছে ১ লাখ ২৯ হাজার ৪৭১ জনের মধ্যে।
সংক্রমণের হার বৃদ্ধি পেয়েছে পর্তুগাল, স্পেন, সাইপ্রাস, ইতালি, গ্রিস ও জার্মানিতে। এসব রাষ্ট্রে ভ্যাকসিনের দুই ডোজ নেওয়া মানুষও নতুন করে ওমিক্রনে আক্রান্ত হচ্ছে।




