বাস উঠে গেছে মাইক্রোবাসের উপর ডিভাইডার ভেঙ্গে
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৮ ডিসেম্বর ২০২১, ২:১৮:৩৩ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক : রাজধানীতে সড়ক ডিভাইডার ভেঙে বিপরীতমুখী মাইক্রোবাসের ওপর বাস উঠে পড়ায় আহত হয়েছেন মাইক্রোবাসটির চালক। মঙ্গলবার সকাল নয়টার দিকে রাজধানীর খিলক্ষেত এলাকার বিমানবন্দর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
খিলক্ষেত থানার এসআই রাসেল পারভেজ এ দুর্ঘটনার বিষয়িটি নিশ্চিত করেছেন।
তিনি জানান, এনা পরিবহনের একটি বাস ঢাকা থেকে ময়মনসিংহের দিকে আসছিল। বাসের চালক পালিয়ে গেছেন।মঙ্গলবার সকাল নয়টার দিকে ঢাকা থেকে ময়মনসিংহগামী এনা পরিবহনের ওই বাস হোটেল লা মেরিডিয়ানের কাছে এসে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজক টপকে মাইক্রোবাসের সামনের অংশে উঠে যায়। এতে মাইক্রোবাসটির চালক আহত হন।
এসআই আরও জানান, বাসের চালক পালিয়ে গেছে। গাড়ি দুটিকে রেকার দিয়ে সরিয়ে নেওয়ার চেষ্টা চলছে। দুর্ঘটনার পর ওই সড়কে কিছুটা যানজট তৈরি হয় বলে জানান তিনি।