মিশিগানে অনুষ্ঠিত হয়ে গেলো আকর্ষনীয় ফুটবল টুর্নামেন্ট
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৭ ডিসেম্বর ২০২১, ৭:৩৬:০০ অপরাহ্ন
কামরুজ্জামান (হেলাল) যুক্তরাষ্ট্র: বাংলাদেশ এসোসিয়েশন অফ মিশিগানের ( বাম ) স্পন্সরশীপে যুক্তরাষ্ট্রের ওয়ারেন সিটিতে গত শনিবার ২৫’শে ডিসেম্বর বড়দিনের ছুটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেলো তরুণদের এক আকর্ষনীয় ফুটবল টুর্নামেন্ট।
দিনব্যপী মিশিগানের বিভিন্ন এলাকার যুবকদের অংশগ্রহণে টুর্নামেন্টটি হয়ে উঠে প্রাণবন্ত।মিশিগানের বাংলাদেশী আমেরিকান কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্তিতিতে পরিবেশটা ছিলো বেশ উৎসবমুখর এবং তরুণদের মধ্যে ছিলো অনেক উৎসাহ উদ্দীপনা।
খেলা শেষে পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বামের নেতৃবৃন্দ সহসভাপতি মোহাম্মদ এন ইসলাম শামীম, কোষাধ্যক্ষ জসীম চৌধুরী, কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ মুকিত, লিটন সূত্রধর, ভারপ্রাপ্ত সচিব সুমন কবীর, উপদেষ্ঠা মণ্ডলীর মধ্যে ছিলেন খাজা শাহাব আহমেদ, ফয়সাল আহমেদ , আজীজ চৌধুরী, বামের ভারপ্রাপ্ত সচিব সুমন কবীরের প্রাণবন্ত সঞ্চালনায় মিশিগানে বাংলাদেশী আমেরিকান তরুণদের খেলাধুলার প্রতি উৎসাহ বাড়াতে বামের ভবিষৎ পরিকল্পনার কথা উঠে আসে। গ্রীষ্মকালে তরুণদের জন্য বড় আকারে ফুটবল টুর্নামেন্ট আয়োজন করার প্রত্যয় ব্যক্ত করেন এই ইনডোর ফুটবল টুর্নামেন্টে নিজের দল নিয়ে অংশগ্রহণ করা এই সকার প্রেমিক। তরুণদের মধ্যে এই টুর্নামেন্টেকে সফল করতে জাহিদ আরিফ, মারুফ আহমেদ ও মতিউরের ভূমিকার কথা উল্লেখ করেন জনাব সুমন কবীর।
বামের সভাপতি জনাব ইব্রাহীম জাভেদ চৌধুরী পারিবারিক এক কাজে মিশিগানের বাহিরে থাকার কারণে এই ইভেন্টে উপস্থিত না থাকলেও প্রতিনিয়ত ফোনে সবার সাথে যোগাযোগ করে ইভেন্টের সাফল্য নিশ্চিত করেন এবং আগামী গ্রীষ্মে ফুটবল টুর্নামেন্ট আয়োজন করার জন্য সবার সহযোগীতা কামনা করেন। বামের সাংস্কৃতিক সম্পাদিকা অদিতী বর্ণা বড়দিন পরিবারের সাথে কাঠানোর জন্য উপস্থিত থাকতে না পারলেও অন্যান্য কার্যনির্বাহী সদস্যদের মত ফোনে সচল ছিলেন পুরোটা সময়জুড়েই।
বামের নেতৃবৃন্দের সাথে যোগ হয়ে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন মিশিগানের ক্রীড়া ব্যাক্তিত্ব ইমরান আহমেদ, কাসিম আহমেদ, দুলাল আহমেদ, মুস্তফা আহমেদ,নাজমুল চৌধুরী, জাকারিয়া জুবের। জনাব মোহাম্মদ এন ইসলাম শামীম, খাজা শাহাব আহমেদ, ফয়সাল আহমেদ, আজীজ চৌধুরী যার বক্তব্যে আগত ফুটবল টুর্নামেন্টের জন্য তাদের সর্বাত্বক সহযোগীতার কথা ব্যক্ত করেন। তাদের প্রত্যেকের উপস্থিতিতে তরুণদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সঞ্চার হয়।