হাসন উৎসব কাল জাতীয় জাদুঘরে কবি সুফিয়া কামাল মিলনায়তনে
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৭ ডিসেম্বর ২০২১, ১১:৫৫:১৭ অপরাহ্ন
সিলেট অফিস : মরমি কবি হাসন রাজার ১৬৭তম জন্মদিন উপলক্ষে হাসন রাজা ফাউণ্ডেশনের উদ্যোগে আগামীকার ২৮ ডিসেম্বর ঢাকায় জাতীয় জাদুঘরে কবি সুফিয়া কামাল মিলনায়তনে বিকেল সাড়ে চারটা থেকে হাসন উৎসব অনুষ্ঠিত হবে।
এতে প্রধান অতিথি থাকবেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি। বিশেষ অতিথি থাকবেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ। সভাপতিত্ব করবেন ইনাম আহমেদ চৌধুরী, উপদেষ্টামণ্ডলীর সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ।
এ উৎসবে হাসন রাজার সৃষ্টিকর্ম ও জীবন-দর্শন উপস্থাপন করবেন হাসন রাজার প্রপৌত্র সামারিন দেওয়ান।
আরও পড়ুন – বিশ্ব সত্যের কবি দরবেশ জমিদার হাসন রাজার জন্মদিন
এছাড়া এ উৎসবে বর্তমান প্রজন্মের জনপ্রিয় কণ্ঠশিল্পী জাহিদুল কবির, কামরুজ্জামান রাব্বি, বাউল গরিব মুক্তার, এস বি শাহীন, কানিজ খন্দকার মিতু, অনিকা আক্তার লিমা প্রমুখ সংগীত পরিবেশন করবেন।