ফ্রান্সে ১ লাখ ৪ হাজার ৬১১ জনের করোনা শনাক্ত একদিনে
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৬ ডিসেম্বর ২০২১, ৮:৩৮:৪৮ অপরাহ্ন
অনুপম আন্তর্জাতিক ডেস্ক : ব্রিটেনের সাথে পাল্লা দিয়ে যেনবা প্রতিবেশি দেশ ফ্রান্সে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন বাড়তে থাকছে। গত ২৪ ঘণ্টায় ফ্রান্সে ১ লাখ ৪ হাজার ৬১১ জনের করোনা শনাক্ত হয়েছে ফ্রান্সে। এ সংখ্যা একদিনে দেশটিতে মহামারিকালে সর্বোচ্চ। রোববার আলজাজিরা এ খবর জানিয়েছে।
দেশটিতে করোনা সংক্রমণের এই পরিস্থিতি নিয়ে ভাবনায় পড়েছে সরকার। প্রেসিডেন্ট ইমানুয়ের ম্যাক্রোঁ ও তার সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা কীভাবে এই পরিস্থিতি মোকাবিলা করা যায় তা নিয়ে আলোচনায় করছেন।
ওদিকে ইউরোপের ইতালিতে ৫০ হাজারের বেশি মানুষ করোনায় শনাক্ত হয়েছেন। ২৪ ঘণ্টায় শনাক্ত ৫৪ হাজার ৭৬২ জন। এর আগের ২৪ ঘণ্টায় ৫০ হাজার ৫৯৯ জন শনাক্ত হন। শুক্রবার ইতালিতে করোনায় মারা গেছেন ১৪৪ জন।
ওদিকে নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের সংক্রমন রোধে ক্রিস্টমাস উপলক্ষে ছুটির সপ্তাহেই বিশ্বব্যাপী ৫ হাজার ৭০০ ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে বিপাকে পড়েছেন যাত্রীরা।




