ভোটকেন্দ্রে সাবেক ছাত্রলীগ সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীকে কুপিয়ে জখম
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৬ ডিসেম্বর ২০২১, ৫:১৪:২২ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক : মাদারীপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুর্বৃত্তদের হামলায় আহত হয়েছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। তিনি বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন।
রোববার (২৬ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার ইশিবপুর ইউনিয়নের গাংকান্দি সরকারি বিদ্যালয় কেন্দ্রে গোলাম রাব্বানীকে কুপিয়ে জখম করা হয়।
জানা যায়, ভোটকেন্দ্রে প্রবেশকালে দুর্বৃত্তরা তার ওপর আক্রমণ করে। গোলাম রাব্বানীকে বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ সাদী এ তথ্য নিশ্চিত করেন।