কারণ ওমিক্রন : বিশ্বব্যাপী ৪ হাজার ফ্লাইট বাতিল
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৫ ডিসেম্বর ২০২১, ১০:৫৬:৫৪ অপরাহ্ন
অনুপম আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের বিভিন্ন এয়ারলাইন্সের বিমানের ক্রু ও পাইলট ওমিক্রন আক্রান্ত হওয়ায় বিশ্বজুড়ে বাতিল করা হয়েছে প্রায় চার হাজার ফ্লাইট। এর মধ্যে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইটও রয়েছে।
উড়োজাহাজগুলোর কর্মী থেকে শুরু করে ক্রু ও পাইলটরা অসুস্থ হয়ে পড়ায় এমন সিদ্ধান্ত নিয়েছে এয়ারলাইন্সগুলো।
সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, এই সপ্তাহে ওমিক্রনের প্রভাব সরাসরি পড়ছে ফ্লাইট ক্রুদের ওপর।
ইউনাইটেড এয়ার লাইনস তাদের গ্রাহকদের আগেই এ ব্যাপারে জানিয়ে দুঃখপ্রকাশ করেছে। পরে বৃহস্পতিবার রাতে ডেল্টা এয়ার লাইনসও তাদের বড়দিনের প্রায় ১৩০টি বিশেষ ফ্লাইট বাতিল করে।
অন্যদিকে ফ্লাইট অ্যাওয়ার নামের একটি সংস্থার মতে, চায়না ইস্টার্ন বাতিল করেছে ৪৭৪টি ফ্লাইট। একইভাবে, এয়ার চায়না বাতিল করেছে ১৯০টি।
এছাড়া এয়ার ইন্ডিয়া, শেনজেন এয়ারলাইনস, লায়ন এয়ার এবং উইংস এয়ার এরা প্রত্যেকেই কয়েক ডজন করে ফ্লাইট বাতিল করেছে।