ভারত : ওমিক্রন আক্রান্তদের ৯১ শতাংশই টিকার পূর্ণ ডোজ নিয়েছেন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৪ ডিসেম্বর ২০২১, ১০:২০:৫৩ অপরাহ্ন
অনুপম আন্তর্জাতিক ডেস্ক : ভারতে যারা ওমিক্রনে আক্রান্ত হয়েছেন তাদের ৯১ শতাংশই করোনা টিকার পূর্ণ ডোজ, মানে দুটি ডোজ নিয়েছেন।
ভারত সরকারের এক জরিপের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া শুক্রবার এ খবর জানায়।
জরিপে দেখা গেছে, যারা ওমিক্রন আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে ৭০ শতাংশ রোগীর ক্ষেত্রে কোনো লক্ষণই দৃশ্যমান নয়। অন্তত তিন শতাংশ রোগী টিকার বুস্টার ডোজ নিয়েও ওমিক্রন আক্রান্ত হয়েছেন।
বর্তমানে ভারতে ৩৬০ জনের দেহে ওমিক্রন শনাক্ত হয়েছে। এর মধ্যে মহারাষ্ট্রে ৮৮ জনের দেহে করোনার এ নতুন ধরনটি শনাক্ত হয়। দিল্লিতে ৬৭ জনের দেহে ওমিক্রন পাওয়া গেছে।
ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া তথ্য থেকে জানা যায়, দেশটিতে সব মিলিয়ে শুক্রবার ৬ হাজার ৬৫০ জনের দেহে নতুন করে করোনা শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনায় প্রাণ গেছে ৩৭৪ জনের।
ভারত সরকারের পক্ষ থেকে সতর্ক করে বলা হয়েছে, করোনার চতুর্থ ঢেউ মোকাবেলা করছে বিশ্ব।




