ব্রিটেনে করোনা বাড়ায় ইংলিশ প্রিমিয়ার লিগের আরও দুটি ম্যাচ স্থগিত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৪ ডিসেম্বর ২০২১, ১:৪১:১৩ অপরাহ্ন
লণ্ডন অফিস : ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) পরবর্তী রাউন্ডে লিডস ইউনাইটেডের বিপক্ষে লিভারপুলের ম্যাচ স্থগিত করা হয়েছে। আগামী রোববার বক্সিং ডে’তে অ্যানফিল্ডে লিডসের বিপক্ষে মাঠে নামার কথা ছিলো সালাহ-মানেদের।
লিডস ইউনাটেডে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার সংখ্যা বেড়ে যাওয়ায় তারা ইপিএল কর্তৃপক্ষের কাছে ম্যাচ স্থগিতের আবেদন করে। কর্তৃপক্ষ তাদের দিক বিবেচনা করে অ্যানফিল্ডের ম্যাচটি আপাতত স্থগিত করেছে।
এদিকে উলভারহ্যাম্পটন আর ওয়াটফোর্ডের মধ্যকার ম্যাচও স্থগিত করা হয়েছে করোনার কারণে। ওয়াটফোর্ডে করোনা আক্রান্তের পরিমাণ এতোই বেশি যে তাদের মাঠে নামানোর মতো পর্যাপ্ত খেলোয়াড়ই নেই আর।
এর আগে গত সপ্তাহে রোনালদোর ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যাচও বাতিল স্থগিত হয়েছিলো করোনার কারণে। ইউরোপে নতুন করে করোনার সংক্রমণ বাড়তে থাকায় এই কদিনেই ইপিএলে ১২ টি ম্যাচ স্থগিত করতে হয়েছে কর্তৃপক্ষকে।