১০৬ দেশে পৌঁছলো ওমিক্রন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২২ ডিসেম্বর ২০২১, ৮:৫৪:৫৯ অপরাহ্ন
অনুপম আন্তর্জাতিক ডেস্ক : বিশ্ব স্বাস্থ্য সংস্থা মহামারি বিষয়ক সাপ্তাহিক প্রতিবেদনে গতকাল মঙ্গলবার এসব জানিয়েছে, নতুন ভ্যারিয়্যান্ট ওমিক্রনের সংক্রমণ বাড়ছে এবং তা বিশ্বব্যাপী ঝুঁকির কারণ হয়ে দাঁড়াচ্ছে।
প্রতিবেদনে ডব্লিউএইচও বলছে, এ পর্যন্ত ১০৬ দেশে ছড়িয়েছে ওমিক্রন। সংবাদমাধ্যম সিএনএন এ খবর জানিয়েছে।
ডব্লিউএইচও’র তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে ডেলটার সংক্রমণ কিছুটা কমে বাড়ছে ওমিক্রনের সংক্রমণ। এক সপ্তাহের তথ্য বিশ্লেষণ করে প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে ডেলটার সংক্রমণ ছিল ৯৯ দশমিক ২ শতাংশ, যা চলতি সপ্তাহে কমে হয়েছে ৯৬ শতাংশ। আর, গত সপ্তাহে ওমিক্রনের সংক্রমণ ছিল শূন্য দশমিক ৪ শতাংশ, যা চলতি সপ্তাহে বেড়ে হয়েছে ১ দশমিক ৬ শতাংশ।
ডব্লিউএইচও বলছে, ‘সাম্প্রতিক তথ্য থেকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে, ডেলটার চেয়ে ওমিক্রনের সংক্রমণ বাড়ছে এবং এটি দ্রুত ছড়াচ্ছে। এ ছাড়া বিভিন্ন দেশে ওমিক্রন স্থানীয়ভাবে ছড়াচ্ছে। এমনকি, দেশে দেশে যাঁদের রোগ প্রতিরোধব্যবস্থা ভালো, তাঁদের মধ্যেও ওমিক্রমনের সংক্রমণ ছড়াচ্ছে।’
এ ছাড়া যুক্তরাজ্য ও দক্ষিণ আফ্রিকায় ওমিক্রনে গুরুতর অসুস্থ কম হলেও কোভিডের এ ভ্যারিয়্যান্টে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার সংখ্যা বাড়ছে বলে জানিয়েছে ডব্লিউএইচও।