ইউপি নির্বাচন : সিলেটের ওসমানীনগরে নৌকার মনোনয়ন পেলেন যারা
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২১ ডিসেম্বর ২০২১, ১১:৪১:৫২ অপরাহ্ন
সিলেট অফিস : সিলেট জেলার ওসমানীনগর উপজেলায় ষষ্ঠ ধাপে ৮টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৩১ জানুয়ারি। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আগামী ৩ জানুয়ারি।
দলীয় প্রতীক নৌকা পেতে তফসিল ঘোষণার পর থেকে ৮টি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীরা কেন্দ্রে দৌড়ঝাঁপ শুরু করেন। অবশেষে দীর্ঘ জল্পনা কল্পনার পর মঙ্গলবার তৃণমূলের ভোটের মাধ্যমে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে।
ওসমানীনগরের ৮ ইউনিয়নে নৌকার প্রার্থী হলেন যারা-
উমরপুর ইউনিয়ন: ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রিড়া সম্পাদক মোঃ মুকিদ মিয়া।
সাদিপুর ইউনিয়ন: যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা মোঃ শাহজাহান আলী।
পশ্চিম পৈলনপুর ইউনিয়ন: প্রবাসী আওয়ামী লীগ নেতা আব্দুল হান্নান।
গোয়ালাবাজার ইউনিয়ন: একক প্রার্থী ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগ নেতা ও সাবেক চেয়ারম্যান পীর মজনু মিয়া।ৎ
তাজপুর ইউনিয়ন: লন্ডন মহানগর যুবলীগের সভাপতি ও তাজপুর ডিগ্রি কলেজের সাবেক ভিপি ফয়সল হোসেন সুমন।
দয়ামীর ইউনিয়ন: দয়ামীর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিরন মিয়া।
উসমানপুর ইউনিয়ন: সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ওয়ালি উল্লাহ বদরুল।
বুরুঙ্গা ইউনিয়ন: প্রবাসী আওয়ামী লীগ নেতা আখলাকুর রহমান।



