আইএফআইসি সাহিত্য পুরস্কার পাচ্ছেন আহমদ রফিক ও মসরুর আরেফিন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২১ ডিসেম্বর ২০২১, ১০:০০:৩৫ অপরাহ্ন
নির্বাচিত সেরা লেখকদের পাঁচ লাখ টাকা (প্রতি বইয়ের জন্য), সম্মাননাপত্র ও ক্রেস্ট দেওয়া হয়। অর্থমূল্যের দিকে থেকে এটিই দেশের সবচেয়ে বড় সাহিত্য পুরস্কার
অনুপম সাহিত্য ডেস্ক : অর্থমূল্য বিবেচনায় বাংলাদেশের সবচেয়ে বড় সাহিত্য পুরস্কার ‘আইএফআইসি ব্যাংক সাহিত্য পুরস্কার ২০১৯’ পেতে যাচ্ছেন ভাষাসংগ্রামী, প্রাবন্ধিক ও রবীন্দ্র গবেষক আহমদ রফিক এবং কথাসাহিত্যিক, কবি ও অনুবাদক মাসরুর আরেফিন।
আহমদ রফিক তার প্রবন্ধ ‘ভাষা আন্দোলন: টেকনাফ থেকে তেঁতুলিয়া’ এবং মাসরুর আরেফিন তার ‘আগস্ট আবছায়া’ উপন্যাসের জন্য সেরা লেখক হিসেবে নির্বাচিত হয়েছেন।
আনুষ্ঠানিক আয়োজনের মাধ্যমে নির্বাচিত লেখকদের হাতে শিগগির এই পুরস্কার তুলে দেওয়া হবে বলে রোববার জানানো হয়েছে।
‘আইএফআইসি ব্যাংক সৃজনশীল সাহিত্যের সহযাত্রী’— স্লোগানে বাংলা ভাষা ও সাহিত্যের সমসাময়িক জীবিত লেখকদের সৃজন প্রতিভাকে স্বীকৃতি দিতে এই পুরস্কার চালু করা হয়। প্রতি বছর সাহিত্যের ছয়টি শাখা থেকে বাংলাদেশে বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংস্করণের সেরা দুটি বইয়ের জন্য ২০১১ সাল থেকে আইএফআইসি ব্যাংক এই পুরস্কার দিয়ে আসছে।
বরেণ্য সাহিত্যিক ও সাহিত্য সমালোচকদের নিয়ে গঠিত নির্বাচক, বাছাই কমিটি ও বিচারকরা সেরা দুটি বই নির্বাচন করে থাকেন। নির্বাচিত সেরা লেখকদের পাঁচ লাখ টাকা (প্রতি বইয়ের জন্য), সম্মাননাপত্র ও ক্রেস্ট দেওয়া হয়। অর্থমূল্যের দিকে থেকে এটিই দেশের সবচেয়ে বড় সাহিত্য পুরস্কার।