ওমিক্রন দ্রুত ছড়াচ্ছে, ভারতে লকডাউন আসতে পারে
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২০ ডিসেম্বর ২০২১, ১:৩০:২৯ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক : ওমিক্রন সংক্রমণ দেশে দেশে বাড়ছে দ্রুত গতিতে। ইউরোপের অধিকাংশ দেশ লকডাউন এর রাস্তায় ফিরছে। ভারতেও লকডাউন এর আশংকা প্রবল হচ্ছে।
বিশেষজ্ঞদের আশঙ্কা, নতুন এই ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়লে দৈনিক ১৪ লক্ষ মানুষ আক্রান্ত হতে পারেন। তবে আতঙ্কিত না হয়ে, সাধারণ মানুষকে সচেতন হওয়ার আবেদন জানানো হয়েছে। দ্রুত টিকা নেওয়া ও বিধিনিষেধ মেনে চলার কথাও বলা হয়েছে কেন্দ্রের তরফ থেকে।
রাজ্যগুলিকে চিঠি দিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ জানিয়েছেন, যাদের টিকার প্রথম ডোজ হয়ে গিয়েছে, তাদের যাতে দ্রুত দ্বিতীয় ডোজ দেওয়ার ব্যবস্থা করা হয়। প্রয়োজনে লকডাউন বা বিধিনিষেধ আরোপ করা যেতে পারে।
কেন্দ্রীয় ও রাজ্য সরকারের তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত ১১টি রাজ্যে করোনা ভাইরাসের এই নতুন প্রজাতি দেখা গিয়েছে।