দক্ষিণ ইংল্যাণ্ডের সাউদাম্পটনে সুবর্ণজয়ন্তীর দিনে বাংলাদেশের পতাকা উত্তোলিত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৭ ডিসেম্বর ২০২১, ১২:২০:০২ অপরাহ্ন
লণ্ডন অফিস : বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তির দিন এবারের ১৬ ডিসেম্বর বিজয় দিবসে সাউদাম্পটন সিটি কাউন্সিল সিভিক সেন্টারের সামনে বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়। পতাকা উত্তোলন করেন সিটি কাউন্সিলর শরিফ ও কাউন্সিলর জ্যাক রেমণ্ড। এ সময় সেখানে উপস্থিত ছিলেন কাউন্সিলর তৌকির কাটারিয়া।
সাউদাম্পটন বাংলাদেশী এসোসিয়েশন SAB আয়োজিত এ উদ্যোগে সাড়া দিয়ে প্রথম বারের মত বাংলাদেশের পতাকা উত্তোলনের এ অনুষ্ঠানে যোগ দিতে সাউদাম্পটন, ইস্টলিসহ আশেপাশের অনেক শহর থেকে প্রচুর বাংলাদেশী এই গৌরবান্বিত অধ্যায়ের অংশ হতে সকাল থেকেই সাউদাম্পটন সিটি কাউন্সিলের সিভিক সেন্টারের সামনে জড়ো হতে থাকেন।
পবিত্র কোরআন তেলায়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মওলানা মাহবুবুর রহমান। পতাকা উত্তোলনের সময় সম্মিলিতভাবে জাতীয় সংগীত পরিবেশন করেন কমিউনিটির উপস্থিত সবাই। জাতীয় সংগীত পরিবেশন পরিচালনা করেন যৌথ ভাবে শামীম মিয়া ও মোজাহিদুর রহমান। পুরো অনুষ্ঠানে চ্যানেল এস, ডেইলি একো ও বিবিসি সাউথ উপস্থিত থেকে সংবাদ সম্প্রচার করেন।
সভায় কমিউনিটির মধ্যে বহু লোকসমাগম হয়। বিজয় দিবসের অনুষ্ঠানে উপস্থিত সবাইকে মিষ্টি মুখ করাতে সবাইকে মিষ্টির প্যাকেট হাতে তুলে দেন SAB এর অন্তর্বর্তীকালীন সভাপতি মনসুরুর রহমান শাহীন, সম্পাদক সৈয়দ রাশেদুল ইসলাম, আব্দুল বাকি সিদ্দিকী, জাকির চৌধুরী, মুহিববুল ইসলাম, লিটন চৌধুরী ও ফখর উদ্দিন।
এতে কমিউনিটির আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী কুঠি মিয়া, সামাজিক সংগঠক ব্যবসায়ী মতিউর রহমান মতিন, হাসনু মিয়া, সৈয়দ সাদিকুল ইসলাম, মাহবুবুর রহমান, মুহিববুল ইসলাম, আবু বকর, সেলিম চৌধুরী, মহবত মিয়া, রুহেল কুতুব, ফকর উদ্দিন, জালাল, সোহাগ, ফিরুজ সিদ্দিকী, সাহেদ, শাহ রহমান পারভেজ, জিলন ও সাউদাম্পটন টেক্সি ইউনিয়নের নেতা আলী হায়দার। ডঃ সারোয়ার জামিল ও আব্দুল আহাদ, জমীর আলী, মোতালেব মিটুর উপস্থিতিতে চ্যানেল এস এর সাথে আলাপকালে ব্যবসায়ী কুঠি মিয়া সাউদাম্পটনে একটি ঐক্যবদ্ধ কমিউনিটি সংগঠন না গড়ে উঠায় হতাশা ব্যক্ত করেন। মতিউর রহমান বলেন, আজকে স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্তিতে সাউদাম্পটনে প্রথম বারের মতো পতাকা উত্তোলনকে কমিউনিটির জন্য একটি গৌরবের দিন আখ্যায়িত করে বলেন আজকের এই গৌরবান্বিত মূহুর্তই আমাদেরকে আগামীতে ঐক্যবদ্ধ হতে প্রেরণা যোগাবে।
SAB সভাপতি উপস্থিত সবাইকে আজকের এই মহতি উদ্যোগকে সফল করতে উপস্থিত হওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ জানান এবং সকল সংকীর্ণ ব্যক্তিগত লাভ ও দলীয় চিন্তার বাইরে এসে একটি ঐক্যবদ্ধ কমিউনিটির গড়ে তোলার প্রয়াসকে সফল করতে এগিয়ে আসার অনুরোধ জানান। সভায় উপস্থিত সবাই কমিউনিটি চ্যানেল এস এর প্রতিষ্ঠার সতেরোতম বার্ষিকীতে শুভেচ্ছা জানানো হয়।