৭৪ গরিব দেশকে বিশ্ব ব্যাংক দেবে ৯ হাজার ৩ শ কোটি ডলার সাহায্য
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৬ ডিসেম্বর ২০২১, ২:৩৬:২৪ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক : প্রায় দুই বছর ধরে করোনা মহামারির জন্য সারা বিশ্বের অর্থনীতির অবস্থা বেশ নাজুক। যেখানে বিশ্বের বড় বড় দেশগুলোই হিমশিম খাচ্ছে অর্থনীতির চাকা চালু রাখতে, সেখানে দরিদ্র দেশগুলোর অবস্থা তো আরও বেশিই খারাপ।
এমতাবস্থায় বিশ্ব ব্যাংক সিদ্ধান্ত নিয়েছে তারা এ দরিদ্র দেশগুলোর খারাপ অবস্থা কাটিয়ে উঠতে তাদেরকে ৯ হাজার ৩০০ ডলারের বিশেষ আর্থিক সহায়তা দিবে।
বিশ্বের ৭৪টি দেশকে এ সাহায্য দেয়া হবে বলে জানিয়ে এজেন্সি ফ্রান্স প্রেসের এক সংবাদে বলা হয়, বিশ্বব্যাংকের ঋণ সহযোগী প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের (আইডিএ) পক্ষ থেকে এ যাবৎকালের এটাই সবচেয়ে বড় আর্থিক সহায়তা। সাহায্য পাওয়া রাষ্ট্রগুলোর ভেতরে অধিকাংশই আফ্রিকান অঞ্চলের।
বিশ্বব্যাংকের পক্ষ থেকে বলা হয়েছে, মহামারিসহ ভবিষ্যতের যে কোনো সংকট ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সাহায্য করার জন্যই এই আর্থিক তহবিল।




