আলোকিত নন্দিরগাঁও ই-ম্যাগাজিনের মোড়ক উন্মোচন অনুষ্ঠান সম্পন্ন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৬ ডিসেম্বর ২০২১, ১:৪৫:০৭ অপরাহ্ন
সংবাদদাতা : ডিজিটাল পরশে – শিকড়ের সন্ধানে প্রতিপাদ্যকে সামনে রেখে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে প্রকাশিত ‘আলোকিত নন্দিরগাঁও ই-ম্যাগাজিন'(www.alokitonondirgow.com) এর ভার্চুয়াল মোড়ক উন্মোচন ১২ ডিসেম্বর’২১ রবিবার বাংলাদেশ সময় রাত ৮ টায় জুম প্লাটফরমে অনুষ্ঠিত হয়।
এতে আলোকিত নন্দিরগাঁও রচনা প্রতিযোগিতা-২০২১ এ বিজয়ীদের পুরস্কার ও সনদপত্র; আলোকিত নন্দিরগাঁও ই-ম্যাগাজিন এর সম্মানিত ডায়মন্ড মেম্বার ও গোল্ডেন মেম্বারদের সম্মাননাপত্র ও প্রদান করা হয়।
ম্যাগাজিনের সম্পাদকমন্ডলীর সভাপতি, সিলেট সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক মু . জিল্লুর রহমানের সভাপতিত্বে, সম্পাদক যুক্তরাজ্য প্রবাসী ক্বারী মোঃ মোজাম্মেল আলীর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক,স্টাফ রিপোর্টার, দৈনিক যুগান্তর, সিলেট ব্যুরো, বিশিষ্ট সাংবাদিক আবদুর রশিদ মো. রেনু।
ক্বারী আব্দুল ছালিমের সুললিত কন্ঠে পবিত্র কোরআন শরীফ তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এই অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জরিপ অধিদপ্তর, ঢাকা ১ম মান সার্ভেয়ার ইলিয়াছ আলী, সিলেট জজকোর্টের আইনজীবী এডভোকেট আব্দুল আলী, নন্দিরগাঁও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক বশির আহমদ, ব্রিটেনের কনজারভেটিভ পার্টির নেতা কমিউনিটি লিডার আব্দুল মুবিন, গোয়াইনঘাট প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের কেন্দ্রীয় কমিটির নবনির্বাচিত সভাপতি সদরুল ইসলাম।
এছাড়াও বক্তব্য রাখেন, সৌদি আরব প্রবাসী প্রধান সমন্বয়ক ফারুক আহমদ, যুগ্ম সমন্বয়ক সৌদি আরব প্রবাসী বাবুল আহমদ, সমন্বয়ক সৌদি আরব প্রবাসী ইয়াকুব আলী, অক্সফোর্ড প্রি-ক্যাডেট স্কুলের এমডি ব্যবসায়ী রফিক আহমদ, আইনজীবী সহকারী কামাল উদ্দিন, সৈয়দ নাসির উদ্দিন স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফয়েজ উদ্দিন, অক্সফোর্ড প্রি-ক্যাডেট স্কুলের পরিচালক বদরুল ইসলাম বদর, জৈন্তিয়া কেন্দ্রীয় ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক শাহীন আহমেদ, প্রত্যাশা যুব সংঘের সাবেক সাধারণ সম্পাদক সুহেল আহমদ, মানাউরা নুরানী মাদ্রাসার মুহতামিম কুতুব উদ্দিন, পাঠানটুলা রাগিব রাবেয়া মাদ্রাসার শিক্ষক মুহিব উল্লাহ, ডায়মন্ড মেম্বার দুবাই প্রবাসী আব্দুল হক ও বেলাল উদ্দিন, নন্দিরগাঁও প্রবাসী ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ডুবাই প্রবাসী ইয়াছিন আলী, আশিকুর রহমান আলোকিত নন্দিরগাঁও ডটকমের রিপোর্টার মাহবুবুর রহমান তিবিয়ান, জামাল উদ্দিন প্রমুখ।
আলোকিত নন্দিরগাঁও ই-ম্যাগাজিনে গোয়াইনঘাট উপজেলা ও নন্দিরগাঁও ইউনিয়নের সংক্ষিপ্ত পরিচিতি, ঐতিহ্যবাহী নন্দিরগাঁও রাজের ইতিহাস ও ঐতিহ্য, খুদে শিক্ষার্থীদের লেখালেখি, জনপ্রতিনিধি ও গুণীজনদের বাণী, ধর্মীয় কলামসহ বিভিন্ন বিষয় স্থান পেয়েছে।
আলোকিত নন্দিরগাঁও রচনা প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন ঢাকা উত্তরা স্কুল এন্ড কলেজের মেধাবী ছাত্র আলী আদনান নিশাত ও দ্বিতীয় স্থান অর্জন করেন মিনহাজ আহমদ তানভীর। বিজয়ীদের পুরস্কার ও সনদপত্র প্রদান করা হয়।
সতেরো জন সম্মানিত ডায়মন্ড মেম্বার ও গোল্ডেন মেম্বারদেরকে সম্মাননা সনদ প্রদান করা হয়।
অনুষ্ঠানের পূর্ব নির্ধারিত প্রধান অতিথি গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ শারীরিক অসুস্থতার কারণে চিকিৎসাধীন অবস্থায় থাকায় উপস্থিত হতে না পেরে সকলের প্রতি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন।
আলোকিত নন্দিরগাঁও ই-ম্যাগাজিনের মোড়ক উন্মোচন অনুষ্ঠান যেন আলোর মেলার মিলন ও আলোর বিচ্ছুরণ ঘটে যায়। নন্দিরগাঁও রাজের সুশীল সমাজের নেতৃবৃন্দের এক আত্মার মিলনে এলাকার অন্ধকার দুর করে আলোকিত সমাজ গঠনের নিমিত্তে নন্দিরগাঁও মানাউরা হাইস্কুল অথবা ট্যাকনিকেল স্কুল প্রতিষ্ঠা আলোচনা চলে আসে।
সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও মতামতের ভিত্তিতে প্রস্তাবিত নন্দিরগাঁও মানাউরা হাইস্কুল বাস্তবায়ন কমিটি গঠন করা হয়।
সিলেট সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক মু জিল্লুর রহমানকে সভাপতি, এডভোকেট আব্দুল আলীকে সদস্য সচিব, রফিক আহমদকে কোষাধ্যক্ষ মনোনীত করে ২১ সদস্য বিশিষ্ট বাস্তবায়ন কমিটি গঠিত হয়।
সভা শেষে মোনাজাত পরিচালনা করেন সহযোগী অধ্যাপক জিলুর রহমান।