যুক্তরাজ্যে ডিসেম্বরের শেষ নাগাদ প্রতিদিন ১ মিলিয়ন ওমিক্রন আক্রান্ত হতে পারে
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৫ ডিসেম্বর ২০২১, ১:২৩:১৩ অপরাহ্ন
ড. সুসান হপকিন্স
লণ্ডন অফিস : যুক্তরাজ্যে ওমিক্রন সংক্রমণ ডিসেম্বরের শেষ নাগাদ প্রতিদিন ১ মিলিয়নে পৌঁছতে পারে। সরকারের সবচেয়ে সিনিয়র জনস্বাস্থ্য উপদেষ্টা ক্রিসমাস সমাবেশ সীমিত করার জন্য সতর্ক করেছেন।
ড. সুসান হপকিন্স মঙ্গলবার এমপিদের বলেন, ওমিক্রন কোভিড ধরন দ্বিগুণ হয়ে যাচ্ছে প্রতি দুই/তিন দিনে। এ রোগের ঊর্ধ্বগতির কারণে এনএইচএসের উপর খুব চাপ পড়ার ঝুঁকি রয়েছে।
যদিও জিনোমিক পরীক্ষার মাধ্যমে এই ভেরিয়েন্টের নিশ্চিত হওয়া কেসগুলো ট্র্যাক করা হচ্ছে, তবে সারা দেশে ওমিক্রন সংক্রমণের সংখ্যা অনেক বেশি। কারণ অনেক কেস পরীক্ষায় আসে না, বাছাই করা হয় না, পরীক্ষা হয় না।
তিনি কমন্স বিজ্ঞান ও প্রযুক্তি কমিটিকে বলেন,‘‘যদি আমাদের দিনে এক মিলিয়ন সংক্রমণ হয়, তাদের হাসপাতালে ভর্তির প্রয়োজন হয়, আমরা তো এতো লোককে স্বাস্থ্যসেবা দিতে পারবো না। এটা খুব চাপের বিষয়’’।