যুক্তরাজ্যে আরও ১৫০ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৯,৬১০
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৫ ডিসেম্বর ২০২১, ১২:৪১:৪৯ অপরাহ্ন
লণ্ডন অফিস : যুক্তরাজ্যে করোনায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৫০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৪৬ হাজার ৬২৭ জনে।
একই সময়ে করোনায় নতুন আক্রান্ত হয়েছেন ৫৯ হাজার ৬১০ জন। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা হচ্ছে ১ কোটি ৯ লাখ ৩২ হাজার ৫৪৫ জন।
যুক্তরাজ্যে এ পর্যন্ত করোনাপ্রতিরোধী ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ৫ কোটি ১২ লক্ষ ৯৮ হাজার ৮৩৮ জন। এছাড়া দ্বিতীয় ডোজ নিয়েছেন মোট ৪ কোটি ৬৮ লক্ষ ৪ হাজার ৬০৯ জন। তৃতীয় ডোজ বুস্টার নিয়েছেন ২ কোটি ৪০ লক্ষ ৭৫ হাজার ৪৫১ জন।
উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা ভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ প্রাণঘাতী ভাইরাসটিকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এর আগে একই বছরের ২০ জানুয়ারি সংস্থাটি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে।